শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শেখ হাসিনার ত্রাণ ভান্ডার খালি নেই যা চাইবেন তাই পাবেন

দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে ও নির্দেশনায় আগামপ্রস্তুতি গ্রহনকরে দুর্যোগ মোকাবেলা করা সম্ভব হচ্ছে।

রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চলতি বছরের বন্যা মোকাবেলার আগাম প্রস্তুুতি নিয়ে সফরে এসে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বৈষিক উষ্ঞতার কারনে অসময়ে বন্যা ,খরা বজ্রপাত সহ নানা দুর্যোগ মানুষকে বিপদে ফেলছে সেসব দুর্যোগকে মোকাবেলার জন্য তিনধরনের প্রস্তুতি নিয়ে দুর্যোগ পুর্ব,দুর্যোগের সময় এবং দুর্যোগ পরবর্তি পুর্নবাসন কাজ কার হচ্ছে,ফলে ক্ষয়ক্ষতি থেকে মানুষ রক্ষা পাচ্ছে।

বিগত চার বছর সাত মাসে দেশের কোথাও ত্রাণ নিয়ে এদিক সেদিক হয়নি মন্তব্য করে মন্ত্রী মায়া বলেন, দলের নেতাকর্মীরা রিলিফ(ত্রাণ) নিয়ে বেহাত করেনি। ক্ষতিগ্রস্থরা পেয়েছেন। আগামীতেও ক্ষতিগ্রস্থদের পাশে সরকার থাকবে।

মন্ত্রী আগামী একাদশ নির্বাচনে সকলকে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানিয়ে বলেন, শেখ হাসিনা দেশের উন্নয়ন মুখি সরকার। আওয়ামী লীগ তথা শেখ হাসিনার হাতকে আরো বেগবান করার জন্য নৌকায় ভোট দিয়ে পুনরায় সেবা ও উন্নয়নের সুযোগ চাই। এ সময় মন্ত্রী রংপুর জেলার জন্য বেশ কিছু বরাদ্দ দিয়ে যান। বরাদ্দের মধ্যে রয়েছে ৬টি ইঞ্জিন চালিত নৌকা নির্মানের জন্য ৬ লাখ টাকা, ৫০০ বান্ডিল ঢেউটিন ও ১৫ লাখ টাকা, ৩০০০ (তিন হাজার) শুকনো খাবারের প্যাকেট, ২০০ মেট্রিকটন চাল ।

রংপুরেরর জেলা প্রশাসক এনামুল হাবীব এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান এমপি ,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সচিব শাহ কামাল।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মো. মহসীন, রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুরের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক তুষার কান্তি মন্ডল , রংপুর সদর উপজেলা চেয়ারম্যান নাসিমা জামান ববি, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক তৌহিদুর রহমান টুটুল প্রমুখ।

Spread the love