মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শেখ হাসিনার নেতৃত্বে জাতি ঐক্যবদ্ধ আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে-নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা ॥ নৌপরিবহন প্রতিমন্ত্রী বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে জাতি ঐক্যবদ্ধ আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার নেতৃতে সুখি স্মৃদ্ধ বাংলাদেশ তৈরী হয়েছে বলেই দেশের মানুষ ভাল আছে। ধর্মকর্মেও কোন সমস্যা নেই। ২০০৯ সালে আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর দেশে বিদ্যুতের অবস্থা ছিল সোচনীয় সে সময় ঢাকায় ২৪ ঘন্টার মধ্যে ১ ২ঘন্টাই বিদ্যুতের লোডশেডিং থাকত। অন্যান্য শহরে ৩৬ থেকে ৭২ ঘন্টায়ও বিদ্যুৎ পাওয়া যেতনা। সে সময় যারা বিদ্যুৎ অফিসে চাকরী করত তারা পালিয়ে বেড়াত পরিচয় দিতনা আমরা বিদ্যুৎ অফিসের লোক। শেখ হাসিনার নেতৃত্বে বিদ্যুৎ ডিপার্টমেন ঘুরে দাড়িয়েছে এখন লোড শেডিং নেই বল্লেই চলে। এখন বিদ্যুতের অপর নাম জীবন হয়ে দাড়িয়েছে । বিদ্যুৎ ছাড়া এক মুহুর্ত মানুষ চলতে পারছেনা। আর মাত্র ৪/৫টি গ্রামে বিদ্যুৎ পৌছালেই বোচাগঞ্জ উপজেলা শতভাগ বিদ্যুতের আওতায় চলে আসবে। শেখ হাসিনার নেতৃত্বে যে ঐক্যবদ্ধ তেরী হয়েছে সেই ঐক্য আমরা ধরে রাখতে পারলে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত বিশ্বের কাতারে পৌছে যাবে এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গতকাল ৬ডিসেম্বর শুক্রবার সকালে বোচাগঞ্জ উপজেলার ৬নং-রনগাও ইউনিয়নের বাসুদেবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রায় ৩০লাখ টাকা ব্যায়ে বাসুদেবপুর গুচ্ছগ্রাম, মালেয়া,পাব্বর্তীপুর মধ্যপাড়া গ্রামের ১২৪টি বাড়ীতে বিদ্যুতায়নের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী একথাগুলো বলেন। উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জিএম হরেন্দ্র নাথ বর্মন, ৬নং-রনগাও ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান প্রমুখ। এছাড়াও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি সকাল ১০ টায় একই ইউনিয়নের হাট রামপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৪তলা বিশিষ্ট জামে মসজিদের ভিত্তি প্রস্থর উদ্বোধন ও সকাল ৭টায় সেতাবগঞ্জ কেন্দ্রীয় স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ৬ডিসেম্বর বোচাগঞ্জ হানাদার মুক্ত দিবসের সূচনা শেষে স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধানিবেদন শেষে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী সহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।

Spread the love