বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশে ২৪লক্ষ মিলিয়ন ডলার রিজার্ভ-অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী

দিনাজপুর প্রতিনিধি : অর্থ ও পরিকল্পনা প্রতি মন্ত্রী এম আব্দুল মান্নান এমপি বলেছেন, নেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে দেশে ২৪লক্ষ মিলিয়ন ডলার রিজার্ভ। আওয়ামীলীগ উন্নয়নের রাজনীতি কারণে দেশ আজ শক্ত অর্থনীতি ভিত্ত্বিত্বে দাড়িয়ে আছে।

 

বুধবার বিকেল ৫টায় কমিউনিটি ডেভেলভমেন্ট এসোসিয়েশন সিডিএ আয়োজিত দিনাজপুরের কাহারোল উপজেলার মুকুন্দপুরে সংস্থার কেন্দ্রিয় প্রশিক্ষণ কেন্দ্রে সিডিএ জন-সৃজন ইনষ্টিটিউট এর আইসিটি কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন।

 

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশকে উন্নত বিশ্বের সাথে প্রতিযোগীতায় টিকে থাকার লক্ষ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার পদক্ষেপ গ্রহণ করেছেন। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পুত্র ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। এ ক্ষেত্রে শতভাগ সফলতা লাভ করতে পারলেই বাংলাদেশ অর্থনৈতিক ভাবে বিশ্বে চমক সৃষ্টি করতে পারবে।

 

তিনি আরও বলেন, দেশে একটি গোষ্ঠী উন্নয়নের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা আবার জঙ্গী তৎপরতার মাধ্যমে স্বাধীনতার পরাজিত শক্তি যুদ্ধাপরাধী জামায়াত-শিবিরকে রক্ষায় মেতেছে। দেশের মানুষকে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে উন্নয়ন ও মুক্তিযুদ্ধের পক্ষ অবস্থান নিতে হবে।

 

জনসংঠনের দিনাজপুর জেলা সন্বয়ন কমিটির সভাপ্রধান মোঃ গোলাম মোস্তফা তারা মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-০১(বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, বেসিক ব্যাংকের চেয়ারম্যান আলাউদ্দিন-এ-মজিদ, কাহারোল উপজেলা চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ, বীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিউল ফয়সাল, কমিউনিটি ডেভেলভমেন্ট এসোসিয়েশন সিডিএ নির্বাহী পরিচালক মোঃ শাহ ই মবিন জিন্না।

 

অনুষ্ঠানের পুর্বে মন্ত্রী আনুষ্ঠানিক ভাবে সিডিএ জন-সৃজন ইনষ্টিটিউট এর আইসিটি কর্মসূচীর উদ্বোধন করেন।

Spread the love