শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শেষ হলো দিনাজপুর নাট্য সমিতির একবিংশতম নাট্যোৎসব

আজহারুল আজাদ জুয়েল, দিনাজপুর ॥ দিনাজপুর নাট্য সমিতির শতবর্ষপূর্তি ও একবিংশতম দিনাজপুর নাট্যোৎসব রবিবার রাতে শেষ হয়েছে। নাচ, গান এবং হুমায়ুন আহমেদের রচিত নাটক ‘১৯৭১’ পরিবেশনের মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচী শেষ করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর মোঃ রুহুল আমিন। তিনি মাসব্যাপী নাট্যোৎসব আয়োজন করার জন্য দিনাজপুর নাট্য সমিতিকে ধন্যবাদ জানান। উৎসব কমিটির আহ্বায়ক চিত্ত ঘোষের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্্য রাখেন নাট্য সমিতির সভাপতি মির্জা আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু, উৎসব কমিটির সদস্য সচিব সুলতান কামাল উদ্দিন বাচ্চু, কিংবদন্তির নাট্য কর্মী কাজী বোরহান প্রমুখ। মাসব্যাপী নাট্যোৎসবে বিভিন্ন নাট্য সংস্থা প্রায় ২১টি নাটক পরিবেশন করে। এর মধ্যে উল্লেখ্যযোগ্য হলো দিনাজপুর নাট্য সমিতির যামিনীর শেষ সংলাপ, পশ্চিমবঙ্গের বিচিত্রা নাট্য সংস্থার আহোত্রী ও গণেশ গাঁথা, পার্বতীপুরের পার্বতী থিয়েটার এর পেজগী, ঝিনাইদহের অংকুর নাট্য একাডেমীর শ্রীমতি ভয়ংকরী, আমাদের থিয়েটারের ক্ষতবিক্ষত, অরণী নাট্য সংস্থার জীয়ন কন্যার পালা, বগুড়া থিয়েটারের দ্রোহ, ভৈরবী’র দানেশ উপাখ্যান, কোলকাতার প্রেক্ষাপট এর মধুরেণ, বৈকালী নাট্য গোষ্ঠীর এখন দুঃসময়, সিরাজগঞ্জের নাবিক নাট্য গোষ্ঠীর হরিমন্থন, পঞ্চগড় ভূমিজ এর পাখিদের বৈঠক, কুড়িগ্রামের প্রচ্ছদ এর উত্তরে অগ্নিকাল, ঢাকা লোকনাট্য দলের কঞ্জুষ, কোলকাতা হযবরল এর জাহানারা জাহানারা, দিনাজপুর শিল্পকলা একাডেমীর স্বপ্নভঙ্গের রঙ্গমঞ্চ, রংপুর নাট্য কেন্দ্রের শিখন্ডি কথা, দিনাজপুর নাট্য সমিতির ১৯৭১, ঢাকা উদীচী শিল্পগোষ্ঠীর সহাফ আখড়াই এবং নবরূপীর এও সম্ভব।

 

Spread the love