মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শ্রমজীবী মনুষরা পরিবার নিয়ে শান্তিতে থাকতে চায়

জিন্নাত হোসেন : দীর্ঘ অবরোধের ফলে অভূক্ত শ্রমিকদের মাঝে নিজ উদ্যোগে দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক উদয় চক্রবর্তী রান্না করা খাবার বিতরণ করেছেন।

১৭ জানুয়ারি শনিবার দিনাজপুর বাস টার্মিনালে শ্রমিকদের মাঝে নিজ উদ্যোগে দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক উদয় চক্রবর্তী রান্না করা খাবার বিতরণ শুরু করেছেন। খাবার বিতরণ কর্মসূচীতে সহযোগিতা করেন দিনাজপুর জেলা আওয়ামী তৃণমূললীগের আহবায়ক জয়ন্ত মিশ্র, সচেতন শ্রমিক সালাম স্যার, বিপ্লব, স্বাধীনসহ অন্যান্য বন্ধুরা। খাবার বিতরণের পূর্বে তফিজুল, শামসুল, ইসরাফিলসহ অন্যান্য সাধারণ শ্রমিকরা জানান, আমরা আজ অবরোধের ফলে অর্ধাহারে অনাহারে দিনাতিপাত করছি। আমাদের জীবন যাত্রা অস্বাভাবিক হয়ে পড়েছে। শ্রমিকদের মাঝে খাবার বিতরণ এক মহতি উদ্যোগ। অথচ বিএনপি-জামাত জোট আন্দোলনের নামে অবরোধ-হরতাল দিয়ে শ্রমজীবী মানুষের জীবনযাত্রাকে ব্যহত করেছে। অথচ এ আন্দোলনে শ্রমিকদের ক্ষতি ছাড়া কখনই উপকার হবেনা। আমরা চাই আমাদের জীবন যাত্রা স্বাভাবিক থাকুক। বর্তমান আন্দোলনে শ্রমিকদের কোন সম্পৃক্ততা নাই। এ আন্দোলন শ্রমিকদের সর্বশান্ত করছে। সাধারণ শ্রমিকরা অবরোধ হরতাল চায় না। শ্রমজীবী মানুষরা পরিবার পরিজন নিয়ে খেয়ে পড়ে শান্তিমত থাকতে চাই।

 

Spread the love