শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শ্রমিকদের বাড়িভাড়া সহানুভূতির সঙ্গে বিবেচনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

শিল্প খাতের শ্রমিকদের বাড়িভাড়া সহানুভূতির সঙ্গে বিবেচনা করার জন্য বাড়ি মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

করোনাভাইরাসের বিস্তার রোধে চলা দীর্ঘ ছুটির মধ্যেই মঙ্গলবার তিনি এ আহ্বান জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী করোনাভাইরাসজনিত সংকটের ফলে বাংলাদেশের রপ্তানিমুখী শিল্প খাত সমস্যার সম্মুখীন হয়েছে। এ সকল শিল্পের শ্রমিকগণ সমস্যায় পড়েছেন।

তিনি বলেন, এ অবস্থায় শ্রমিক ভাই-বোনদের সমস্যার কথা চিন্তা করে বাড়িভাড়া সহানুভূতির সঙ্গে বিবেচনার জন্য বাড়ি মালিকদের প্রতি অনুরোধ করছি ।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমরা সহানুভূতিশীল হলে খেটে খাওয়া শ্রমিক ভাই-বোনরা কিছুটা স্বস্তিতে বর্তমান সংকট উত্তরণে সক্ষম হবেন এবং ভবিষ্যতে রপ্তানি খাতে বেশি অবদান রাখবেন বলে আমি বিশ্বাস করি।’

প্রসঙ্গত, করোনার বিস্তার ঠেকাতে গত ২৬ এপ্রিল থেকে ১০ দিনের ছুটি ঘোষণা করা হয় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে। মঙ্গলবার এই ছুটি ১১ এপ্রিল পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেওয়া হয়।

এই ছুটিতে জনগণকে ঘরে থাকার পরামর্শ দিয়ে বলা হয়, একান্ত প্রয়োজন না হলে বের হওয়ার দরকার নেই। এ ছাড়া, জনসমাগম এড়িয়ে থাকতে বলা হয়েছে।

Spread the love