বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শ্রমিকলীগের সভাপতি মন্টু, সাধারণ সম্পাদক খসরু

শ্রমিকলীগের ১২তম জাতীয় সম্মেলনে সভাপতি ফজলুল হক মন্টু, কার্যকরী সভাপতি মোল্লা আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আজম খসরু।

শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় শ্রমিকলীগের ত্রি-বার্ষিকী কাউন্সিল শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ ঘোষণা দেন। 

জানা গেছে, সভাপতি পদে ৭ জন ও সাধারণ সম্পাদক হিসেবে ১৩ জনের নাম প্রস্তাবনা আসে। সভাপতি পদে যাদের নামের  প্রস্তাবনা আসে তারা হলেন- হাবিবুর রহমান, ফজলুল হক মন্টু, জহুরুল ইসলাম চৌধুরি, মোল্লা আবুল কালাম আজাদ, সিরাজুল ইসলাম, নূর কুতুব আলম ও ইদ্রীস আলী ভূঁইয়ার পক্ষে।

সাধারণ সম্পাদক হিসেবে প্রস্তাবনা আসে অ্যাড. হুমায়ূন কবির, মকর আলী, মো. আমিনুল ইসলাম, আলহাজ্ব আজাদ আলী খান, সুলতান আহমেদ, আমীর খসরু, অ্যাড. আখতারুজ্জামান শাহীন, আজম খসরু, তোফায়েল আহমেদ, আব্দুল হালিম, মো. শাহাব উদ্দিন ও মোল্লা আবুল কালাম আজাদের পক্ষে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রার্থীদের মধ্যে সমন্বয়ের প্রস্তাব দেন। কিন্তু তারা একজন নেতা নির্বাচনে ব্যর্থ হলে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা মনোনীত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন ওবায়দুল কাদের।  

এ সময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক বাহউদ্দিন নাছিম, সহ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ অনেকে।

Spread the love