শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীকৃষ্ণের দোল যাত্রা অশুভকে ধ্বংস ও নতুনকে স্বাগত- বাবু সতীশ চন্দ্র রায়

জিন্নাত হোসেন ,দিনাজপুর প্রতিনিধি ॥ বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য বাবু সতিশ চন্দ্র রায় বলেছেন, শ্রীকৃষ্ণের দোল যাত্রা অশুভকে ধ্বংস ও নতুনকে স্বাগত জানানোর বিষয়টি জড়িত রয়েছে। উপ মহাদেশের বিভিন্ন অঞ্চলে দোল যাত্রাকে ভিন্ন ভিন্ন নামে ডাকা হয়। দোলযাত্রা একটি সনাতন ধর্মালম্বিদের বৈষ্ণব উৎসব। সনাতন ধর্ম অনুসারে চারটি যুগ-সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপরযুগ এবং কলিযুগ। বর্তমানে চলছে কলিযুগ। এর আগের দ্বাপরযুগ থেকে শ্রীকৃষ্ণের দোলযাত্রা বা দোল উৎসব চলে আসছে। শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে ফাল্গুনী পূর্ণীমায়। আবার ১৪৮৬ সালের এই পূর্ণিমা তিথিতেই শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেন বলে একে গৌর-পূর্ণিমা নামেও অভিহিত করেন বৈষ্ণব বিশ্বাসীরা।
গতকাল দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপুর স্বর্গীয় কেশোরী মোহন রায় এর বাসভবন প্রাঙ্গণে শ্রীকৃষ্ণের দোলযাত্রা উপলক্ষে স্বর্গীয় কেশোরী মোহন রায় এর শীষ্যবৃন্দের সম্মেলন ও সনাতন ধর্ম সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য বাবু সতিশ চন্দ্র রায় এ কথা বলেন।
প্রাক্তন শিক্ষক সমরাজ দেবশর্ম্মা এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন কাহারোল উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু গোপেশ চন্দ্র রায়, শ্রী সুকুমার অধিকারী, মুক্তিযোদ্ধা কালীপদ রায়, ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, একেএম ফারুক, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আ.স.ম মনোয়ারুজ্জামান, কাহারোল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ হাফিজুল ইসলাম চৌধুরী, কাহারোল উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, কাহারোল থানার অফিসার ইনচার্জ মুনসুর আলী সরকার প্রমুখ।

Spread the love