মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীলঙ্কা সফর থেকে ছিটকে গেলেন মাশরাফি

খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়ার সময় জেগেছিল শঙ্কা। পরে সেটাই সত্যিই হলো। শ্রীলঙ্কা সফর থেকে ছিটকে গেলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানান, আগের জায়গায় চোট পেয়ে শ্রীলঙ্কা সফরে যাওয়া হচ্ছে না মাশরাফির।

“ওর চোট গুরুতর। শ্রীলঙ্কায় যাওয়া হচ্ছে না। এখনও আমরা ওর বিকল্প ঠিক করিনি।”

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার অনুশীলনের সময় চোট পান মাশরাফি। অধিনায়ককে দেখার পর সাংবাদিকদের বিসিবির প্রধান চিকিৎসক জানিয়েছিলেন গুরুতর চোটে ভুগছেন মাশরাফি।

“আগের জায়গাতেই নতুন করে চোট পেয়েছেন মাশরাফি। তিনি এই মুহূর্তে ভালো অবস্থায় নেই। তার শ্রীলঙ্কা যাওয়া নির্ভর করছে টিম ম্যানেজমেন্টের ওপর।”

আগামী ২৬, ২৮ ও ৩১ জুলাই শ্রীলঙ্কায় তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। শনিবার দুপুরে দেশ ছাড়বে তারা। ২৩ জুলাই খেলবে একটি প্রস্তুতি ম্যাচ।

Spread the love