শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সংগীত মুখর পরিবেশের মধ্যে দিয়ে পালিত হলো বাঙালির প্রাণের উৎসব বর্ষ বরণ

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥ “ ও বৈশাখ তুমি এস হৃদয় কুঞ্জে চেতনার জগতে এসো প্রদীপ জ্বালিয়ে”¬- গানের সুরে সুরে সংগীত মুখর পরিবেশের মধ্যে দিয়ে রাজবাড়ীস্থ দোলন চাঁপা সংগীত বিদ্যালয়ের আয়োজনে পালিত হলো বাঙালির প্রাণের উৎসব বর্ষ বরণ, সংগীতানুষ্ঠান ও পান্তা উৎসব।
সংগঠনের সভাপতি নিজাম উদ্দিন রয়েলের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, সাধারন সম্পাদক প্রদীপ ঘোষ। আলোচনা সভায় আলোচ্যক হিসেবে আলোচনা করেন, বিদ্যালয়ের সদস্য মিহির ঘোষ, শহর আওয়ামীলীগের সহ-সভাপতি দেবাশীষ ভট্টচার্য্য, আওয়ামীলীগ মহল্লা কমিটির সভাপতি মিনারুল ইসলাম মানিক, আব্দুর রহমান, চন্দন ভট্টাচার্য্য ও বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার কেন্দ্রীয় সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামান জুয়েল। শুভেচ্ছা বক্তব্য রাখেন, দোলন চাঁপা বিদ্যালয়ের কোষাধ্যক্ষ জয়ন্ত ঘোষ। বক্তারা বলেন, পহেলা বৈশাখ কেবলই একটি নতুন বছরের শুরুর দিন নয়। এটি বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। সে ঐতিহ্য বাঙালির হাজার বছরের। যে উৎসব ধর্ম বর্ণ নির্বিশেষে এক সুতায় গেঁথে আছে অনাদিকাল থেকে। সেখানে সাম্প্রদায়িকতার কোন স্থান নেই। নেই কোন অপসাংস্কৃতির স্থান। বাংলা সংস্কৃতির ইতিহাস বা লোকজ ঐতিহ্য ও গৌরব পরিপূর্ন ভাবে প্রকাশ পেয়েছে এই পহেলা বৈশাখে। আলোচনা সভা শেষে দোলন চাঁপা সঙ্গীত বিদ্যালয়ের সাধারণ সম্পাদক প্রদীপ ঘোষের পরিচালনায় বিদ্যালয়ের শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

Spread the love