শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সংলাপ নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তন হয়নি: ম্যারি হার্ফ

USaবাংলাদেশের প্রধান ২টি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংলাপের বিষয়ে এখনো অবস্থান পরিবর্তন করেনি যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ডেপুটি মুখপাত্র ম্যারি হার্ফ এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা বলেছেন।
ম্যারি হার্ফ বলেছেন, প্রকৃতপক্ষে সংলাপ নিয়ে আমাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। আমারা চাই ২ দলের মধ্যে সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান হোক। দেশটির সহকারি সেক্রেটারি নিশা দেশাই বিসওয়ালের কথা উল্লেখ করে হার্ফ বলেন, সংলাপের বিষয়ে তিনিও ২ দলকে তাগিদ দিয়েছিলেন।
তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র বলে আসছে সংলাপই সমস্যার সমাধানের পথ। এ বিষয়ে আমাদের মতামতের কোনো পরিবর্তন হয়নি।
নতুন করে নির্বাচনের বিষয়ে এক প্রশ্নের উত্তরে হার্ফ বলেন, প্রধান ২ দলের মধ্যে কিভাবে সংলাপ করা যাবে এ বিষয়ে চিন্তা করা উচিত। অবশ্যই রাজনৈতি দলগুলোকে আলোচনা করে সংলাপ বাস্তবায়নের জন্য কাজ করতে হবে।

 

Spread the love