শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সংশোধন কেন্দ্রে ৪৬ কিশোর

রাজধানী তেজগাঁও ও মোহাম্মদপুর এলাকায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ৪৬ সদস্যকে আটক করে। পরে তাদের প্রত্যেককে ৬ মাসের জন্য কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানো হয়েছে।

বুধবার রাত ১০ টা থেকে (আজ) বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টা পর্যন্ত র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালা করে।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি মোহাম্মদ সাইফুল মালিক এ তথ্য নিশ্চিত করেছেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম। 

আদালতকে সহায়তা করে র‌্যাব-২ এর সহকারী পুলিশ সুপার মো. আবু ছালেহ ও সহকারী পুলিশ সুপার মো. শহিদুল ইসলামের নেতৃত্বে একটি দল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা সবাই বিভিন্ন কিশোর গ্যাংয়ের সদস্য ও সবাই মাদকাসক্ত। দীর্ঘদিন ধরে তারা রাজধানীর বিভিন্নস্থানে ছিনতাই করে আসছে। ঈদুল আজহাকে সামানে রেখে তারা সাধারণ মানুষের সঙ্গে থাকা ব্যাগ, মোবাইল ফোন, মহিলাদের ভ্যানিটি ব্যাগ চাকু বা ব্লেড দিয়ে কেটে ভেতরে থাকা গুরুত্বপূর্ণ মালামাল ছিনতাই করে। 

আটককৃতরা দোষ স্বীকার করায় আদালত কিশোর গ্যাংয়ের ৪৬ সদস্যের প্রত্যেককে ৬ মাসের জন্য কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।

Spread the love