শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সংসদে উপানুষ্ঠানিক শিক্ষাসহ ৩টি বিলের রিপোর্ট পেশ

আজ রবিবার ১০ জাতীয় সংসদের ৪র্থ অধিবেশনে উপানুষ্ঠানিক শিক্ষাসহ ৩টি বিলের উপর রিপোর্ট উপস্থাপন করা হয়েছে। অপর দুটি বল হচ্ছে- রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বিল ও বাংলাদেশ হোটেল ও রেস্তোরা বিল। সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, উপানুষ্ঠানিক শিক্ষা বিল- ২০১৪ এর ওপর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্ট সংসদে উপস্থাপন করা হয়েছে। কমিটির সভাপতি মোতাহার হোসেন রিপোর্টটি উপস্থাপন করেন। রিপোর্টে বিলটি সংশোধিত আকারে পাসের সুপারিশ করা হয়। বিদ্যালয় বর্হিভূত ও ঝরে পড়া শিশুদের শিক্ষার বিকল্প সুযোগ সৃষ্টির জন্য প্রয়োজনীয় বিধানের প্রস্তাব করে গত ১৬ সেপ্টেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান বিলটি উত্থাপন করেন।
বিলে উপানুষ্ঠানিক শিক্ষার শ্রেণীবিভাগ ও বয়সসীমা নির্ধারণ করে উপানুষ্ঠানিক প্রাথমিক ও বয়স্ক এবং জীবনব্যাপী শিক্ষা এ দুই ভাগে ভাগ করার বিধানের প্রস্তাব করা হয়েছে। এতে প্রাথমিক শিক্ষার বয়স ৮ থেকে ১৪ বছর এবং বয়স্ক শিক্ষার বয়সসীমা ১৫ ও তদূর্ধ্ব নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। বিলে উপানুষ্ঠানিক শিক্ষার আওতা, পরিধি, শিক্ষার মান, শিক্ষার মাধ্যম, পাঠক্রম, সমতামানসহ সংশ্লিষ্ট বিষয় নির্ধারণ করে সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করা হয়েছে। বিলে একজন মহাপরিচালককে প্রধান করে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো স্থাপনের প্রস্তাব করা হয়েছে। এতে ব্যুরোর জনবল কাঠামো, প্রধান কার্যালয় ও শাখা কার্যালয়, ব্যুরোর কার্যাবলী, স্থানীয় সমন্বয় বিষয়েও বিধানের প্রস্তাব করা হয়।
এছাড়া বিলে উল্লেখিত ব্যুরোর মহাপরিচালককে চেয়ারম্যান করে ১৩ সদস্য বিশিষ্ট উপানুষ্ঠানিক শিক্ষা বোর্ড গঠনের প্রস্তাব করা হয়েছে। এতে বোর্ডে সভা, কার্যাবলী, কমিটি, বোর্ডের জনবল কাঠামো, তহবিল, বাজেট, হিসাবরক্ষণ ও নিরীক্ষা, অপরাধ ও দন্ড, বিচারসহ সংশ্লিষ্ট বিষয়ে বিধানের প্রস্তাব করা হয়েছে। বিলে প্রথমিক ও গণশিক্ষা মন্ত্রীকে সভাপতি করে একটি উপদেষ্টা পরিষদ গঠনের বিদানের প্রস্তাব করা হয়।

Spread the love