শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সংস্কৃতি মনোষ্ক পরিবেশ সৃষ্টি করে দেশকে এগিয়ে নিতে হবে-হুইপ ইকবালুর রহিম

জিন্নাত হোসেন : জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে সাংস্কৃতির চেতনাকে ছড়িয়ে দিতে না পারলে সৎ-যোগ্য বিবেকবান দেশ প্রেমিক ও প্রগতিশীল মানুষ সৃষ্টি সম্ভব নয়। তাই সামাজিক আন্দোলনের মাধ্যমে সংস্কৃতি মনোষ্ক পরিবেশ সৃষ্টি করে দেশকে এগিয়ে নিতে হবে।

৫ নভেম্বর বুধবার শহরের হাসপাতাল মোড়স্থ নাজমা রহিম ফাউন্ডেশন মিলনায়তনে দিনাজপুর মেডিকেল কলেজের সাংস্কৃতিক সংগঠন ঐকতান এর নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভায় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন।

ঐকতান এর সভাপতি মিথিলা সরকার এর সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন বিএমএ দিনাজপুর শাখার সভাপতি ডাঃ গোপী নাথ বাসক, ডাঃ মির্জা শরিফুল ইসলাম, ডাঃ খায়রুল আলম পিয়াল, ডাঃ সুমিত, ডাঃ আকাশ, ডাঃ বাবু, ডাঃ অনুপম, ডাঃ নিরুপম, ডাঃ ইথিল, ঐকতান এর সাধারণ সম্পাদক এসএম আসফিকার সামস্, ঐকতানের সোনিয়া, সালমান, জিসান, নিশা, সাইফ প্রমুখ।

Spread the love