শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সজল-প্রভার নাটক ‘অভিমান খুনসুটি’

প্রভার একটি পোষা প্রাণী আছে। প্রাণীটার নাম নিমো। সজলের সঙ্গে প্রভার বিয়ের পর নিমোকে নিয়েই ব্যস্ত থাকেন প্রভা। তাই সজলকে খুব একটা সময় দেন না তিনি। এই নিয়ে সজল-প্রভার মধ্যে শুরু হয় অভিমান খুনসুটি। তবে এটা বাস্তবের কোনো ঘটনা নয়। এমন দৃশ্য দেখা যাবে ‘অভিমান খুনসুটি’ নাটকে। নাটকটি রচনা করেছেন নাইস নূর।

তপু খানের পরিচালনায় এ নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন আবদুন নূর সজল-সাদিয়া জাহান প্রভা। এছাড়াও অভিনয় করেছেন পাভেল ইসলাম ও শিশুশিল্পী সারগাম। নাটকটিতে একজন ব্যারিস্টারের চরিত্রে অভিনয় করেছেন পাভেল ইসলাম।

এ প্রসঙ্গে আবদুন নূর সজল বলেন, ‘অভিমান খুনসুটি’ নাটকটি বাস্তবধর্মী। এতে অভিনয় করে বেশ ভালোই লেগেছে। এছাড়া তপু অনেক যত্ন নিয়ে নাটকটি নির্মাণ করেছেন। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।’’

নাটক প্রসঙ্গে প্রভা বলেন, ‘নাটকটির গল্পের সঙ্গে আমার মিল রয়েছে। আমি নিজেও পোষা প্রাণী অনেক পছন্দ করি। আমার নিজেরও পোষা প্রাণী ছিল। কিন্তু এখন নেই। আমার পোষা প্রাণীটাকে খুব মিস করি।’

নাট্যকার নাইস নূর বলেন, ‘নাটকটির গল্প অনেক আগেই লিখেছিলাম। নাটকটির চিত্রনাট্য লিখেছি নাটকের শুটিং হওয়ার একদিন আগে। আশা করছি, দর্শক নাটকটি পছন্দ করবেন।’

এ প্রসঙ্গে তপু খান বলেন, ‘নাটকটির গল্প আমার খুব পছন্দ হয়েছে। একটা বিড়াল নাটকের প্রধান চরিত্র। নাটকটির শুটিং করা খুব সহজ কাজ ছিল না। অনেক কৌশল অবলম্বন করতে হয়েছে। সজল ও প্রভা খু্ব ভালো অভিনয় করেছেন।’

সম্প্রতি নাটকটির দৃশ্যায়ন শেষ হয়েছে। খুব শিগগির ‘অভিমান খুনসুটি’ নাটকটি একটি বেসরকারি টেলিভিশনে প্রচারতি হবে বলে জানান পরিচালক তপু খান।

Spread the love