শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সততাকে পুজি করে মানব কল্যান করা সম্ভব-অতিরিক্ত মহাপরিচালক স্বাস্থ্য

মোঃ আবেদ আলী, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ॥ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহা-পরিচালক প্রফেসর ডা. নাসিমা সুলতানা বলেছেন, সততাকে পুজি করে মানব কল্যান করা সম্ভব।

উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে কর্মরত স্বাস্থ্য সেবাদানকারী, উপজেলা প্রশাসন, স্থানীয় জন প্রতিনিধি গণমান্য ব্যাক্তিবর্গ ও সাংবাদিকদের সাথে সিজে মডেল জাতীয় কমিটি ইউএইচএফপিও সভাকক্ষে ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. জাহাঙ্গির কবিরের সভাপতিত্বে মডেল জাতীয় কমিটির মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহা-পরিচালক প্রফেসর ডা. নাসিমা সুলতানা। বিশেষ অতিথি ছিলেন দিনাজপুরের সিভিল সার্জন ডা. আবদুল কুদ্দুস, বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেন, ডা. মুশতাক হোসেন, ডা. ইকবাল আনোয়ার, ঝিনাইদহ পৌরসভার সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান খোকা, ডা. ইমদাদুল হক, ডা. মাহমুদ রশিদ, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ জাকিরুল ইসলাম,

বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ আবেদ আলী, উপজেলা ইউপি চেয়ারম্যান সমিতির সাধারণ স¤পাদক ও সাতোর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রেজাউল করিম শেখ, মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, সরকারী কলেজের প্রভাষক নজরুল ইসলাম খান বুলু, শতগ্রাম ইউপি চেয়ারম্যান ডা. কেএম কুতুব উদ্দীন, স্বাস্থ্য সেবা উন্নয়ন কমিটির সদস্য মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান গোপাল দেব সরকার, সাংবাদিক রতন ঘোষ পিযুষ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. জাহাঙ্গির কবির তিনি স্বাস্থ্য সেবার প্রশংসনীয় দিক সমূহ ও চ্যালেঞ্জ সমূহ তুলে ধরেন। ডা. ইমদাদুল হক সিজে মডেল বিস্তারিত চিত্র তুলে ধরেন। সারাদেশে চৌগাছা-ঝিনাইদহ মডেল জনস¤পৃক্ত স্বাস্থ্য ব্যবস্থাপনা সম্প্রসারণ কর্মসূচির অংশ হিসেবে মতবিনিময় সভার আগে জাতীয় কমিটির নেতৃবৃন্দ স্বাস্থ্য কমপ্লে¬ক্সে’র প্রসূতি বিভাগ, ইপিআই বিভাগ, হোমিওপ্যাথিক বিভাগ, দন্ত বিভাগ, ফার্মেসী বিভাগ, ষ্টোর রুম,

মহিলা ওয়ার্ড, পরুষ ওয়ার্ড, ক্যাবিন, কনফারেন্স রুম, এএনসি কর্ণার, পিএনসি কর্ণার, ভায়া কর্ণার, আইএমসিআই কর্ণার, ওআরটি কর্ণার, এনসিডি কর্ণার, স্যাম কর্ণার, পুষ্টি কর্ণার, ব্রেষ্টফিডিং কর্ণার, কমিউনিটি ক্লিনিক কর্ণার, লেকটেশন ম্যানজমেন্ট সেন্টার, রান্না ঘর সহ নতুন নির্মাণকৃত লাইব্রেরী পরিদর্শন/পর্যবেক্ষন করেন সকল সেক্টর সুসজ্জিত কর্মকান্ড দেখে সন্তোষ প্রকাশ ও ভুয়শী প্রশংসা করেন। পরিশেষে নরমাল ডেলিভারী ৩ জন মা-কে উপহার সামগ্রী প্রদান করেন।

Spread the love