শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সবার জন্য শুভকামনা রইলো

বাচ্চাদের বড় ধরনের পরীক্ষাগুলোর বছরে আপনি কিছু উটকো ঝামেলা সহজেই এড়াতে পারবেন। উটকো বলতে সেইসব ঝামেলাগুলোর কথা বলছি যেগুলোতে জড়ালে আসলে আপনার কোন ফায়দা হয়না। যেমন ধরেন, বড় বোন খুব করে ধরেছে তার দেবরের জন্য মেয়ে দেখতে যাবেন তারা, আপনাকেও যেতে হবে তাদের সাথে। বড় বোনের দেবর আপনাকে খুব মান্য-গণ্য করে। তার জন্য মেয়ে দেখতে যাওয়াটা হয়ত আপনার জন্য আংশিক কর্তব্যের মধ্যেও পড়ে। কিন্তু মুশকিল হচ্ছে সে মাসে কিছু এলোমেলো বাড়তি খরচ হওয়ায় আপনি একটু টানাটানির মধ্যে আছেন। বোনের আমন্ত্রণ এড়ানোর সহজ উপায় হাতের কাছে না থাকলে জাস্ট তাকে ফোন করে বলুন, ‘দেখ মেয়েটার তো এবার এসএসসি। ওইদিন ওর কোচিং-এ একটা ইমপোর্টেন্ট পরীক্ষা আছে। কি করে যাই বল!’ মেয়ের কোচিং-এর গুরুত্বপুর্ণ পরীক্ষায় আপনার যে কোন ভুমিকা নাই এটা আপনিও জানেন আপনার বোনও জানে। কিন্তু এক্ষেত্রে বোন নিশ্চিত আপনাকে বলবে, ‘আরে তাই নাকি! তাহলে থাক তোর যাওয়ার দরকার নাই।’ হাহাহা…

আমার মেয়ে যে বার ক্লাস নাইনে উঠলো শুভানুধ্যায়ীদের প্রথম প্রশ্ন- মেয়েকে কিসে দিচ্ছো সাইন্স না আর্টস! দ্বিতীয় প্রশ্ন ও কৌতুহল- (ক)কোচিং কোথায় দিচ্ছো (খ) বাড়িতে কোন স্যার পড়াবে (গ) মেয়ে গোল্ডেন এ প্লাস তো নাকি (ঘ) তোমার মেয়েতো ভালো এইটে বৃত্তি পেয়েছে নিশ্চয়ই! প্রথম প্রশ্নের উত্তর দিতে ঘেমে গিয়েছিলাম। মেয়েকে সাইন্স আর্টস কমার্সে ভর্তি করার সিদ্ধান্তের জন্য কি আমিই একমাত্র কর্তৃপক্ষ! ওর স্কুলের শিক্ষকদের মতামতের ব্যাপার থাকতে পারে না! কিংবা সামর্থের বিবেচনায় মেয়ের ইচ্ছাটাকেও তো হিসাবের ভেতর রাখতে হয়। তাই সোজাসুজি উত্তর দিতাম- সাইন্স আর্টস জানিনা তবে এটুকু নিশ্চিত মেয়েকে গড্ডালিকায় ফেলে দিচ্ছি না। দ্বিতীয় প্রশ্নটার উপ প্রশ্নগুলোতে শুধু নির্জলা প্রশ্নই থাকতো না কিছু অনাবশ্যক কৌতুহলও থাকতো। বহুনির্বাচনী প্রশ্নের মত উত্তর দেয়ার ক্ষেত্রে আমি ক আর খ কে ইগনোর করে যেতাম। কিন্তু গ আর ঘ’র কৌতুহল মেটানোটাকে দায়িত্ব মনে করতাম। বলতাম, ‘মেয়ে টেনেটুনে এ প্লাস পেয়েছে কিন্তু বৃত্তি পায়নি। জিহ্বা আর মূর্ধার মধ্যে ঘষাঘষি করে একটা ‘চুকচুক’ শব্দ করতে করতে অবশেষে পথ ধরতেন প্রশ্নকারী।

ক্লাস নাইনের বার্ষিক পরীক্ষায় মেয়ের রেজাল্ট ভালো হলো না। মেয়ের মন খারাপ, মেয়ের মায়েরও। রাতে মেয়েকে বললাম, ‘দেখ মা, মানুষের জীবন গঠনে তার পরীক্ষার ফলাফল খুব বেশী হলে পাঁচ শতাংশ ভুমিকা রাখে। এই পাঁচের জন্য পঁচানব্বইকে অবহেলার প্রবণতা আমাদের সমাজে খুব বেশী। আয় আমরা পঁচানব্বইকে ধরি।’ মেয়ের মা বাংলার ছাত্রী। অংকের হিসাবটা অনেক সময়ই ঠিকঠাক মেলাতে পারেন না। বললেন, ‘একশ’র হিসাবটা দাও।’ আমি আমার মেয়ের চমৎকার গান গাইতে পারার কথা বললাম, তীব্র বই পড়ার নেশার কথা বললাম, খোলা হাতে লিখতে পারার সক্ষমতার কথা বললাম, ইতিবাচক বিবেচনাবোধের কথা বললাম, সংস্কার মুক্ত মুল্যবোধ চর্চার কথা বললাম, নৈতিক শিক্ষা যেটা আমরা তাকে বাড়িতে দিয়েছি সেটার কথা বলে হিসাবটা মিলিয়ে দেয়ার চেষ্টার করলাম। উনি খুশী হলেন কিনা বোঝা গেলনা। ঘর থেকে বের হতে হতে বললেন, ‘এগুলো দিয়ে আজকাল আর কিছু হয়না। রেজাল্টটাই আসল।’

দেশের লক্ষ্য লক্ষ্য পরীক্ষার্থীদের সাথে কালকে আমার মেয়েটাও এসএসসি’র জন্য বসবে। সবার জন্য শুভকামনা রইলো।

তবে আমি কিন্তু পঁচানব্বই’র হিসেবটা ছাড়ছিনা।

 

লেখক-সুভাষ দাশ।

কলামিষ্ট ও রাজনীতিবিদ

বীরগঞ্জ,দিনাজপুর

Spread the love