শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সমাজে পিছিয়ে পড়া সুবিধা বঞ্চিত মানুষকে স্বাবলম্বী করতে সুদমুক্ত ঋণ কার্যক্রম পরিচালিত হচ্ছে-জেলা প্রশাসক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী বলেছেন, সমাজ সেবা কার্যালয় সমাজে পিছিয়ে পড়া সুবিধা বঞ্চিত মানুষকে স্বাবলম্বী করতে সুদ মুক্ত ঋণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ ছাড়া বিশাল জনগোষ্টীকে কল্যাণকর ভাতা প্রদান করে আসছে। এই কার্যক্রম পরিচালিত করতে সমাজসেবার পক্ষে একাই সম্ভব নয়। তাই সকলকে  এই কার্যক্রমের সাথে সম্পৃক্ত হতে হবে। তাহলে একদিন আমরা দারিদ্র সীমা অতিক্রম করতে সক্ষম হব।

‘‘সুদমুক্ত ক্ষুদ্র ঋণ: ঘোচায় দৈন্য আনে সুদিন’’- এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গতকাল ২ জানুয়ারি জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় দিনাজপুর আয়োজিত ওয়ার্ল্ড ভিশন, গ্রাম বিকাশ কেন্দ্র, পল­ী শ্রী, মমতা পল­ী উন্নয়ন সংস্থাসহ স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন গুলোর সহযোগিতায় বর্ণাঢ্য র‌্যালীর উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। র‌্যালী শেষে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আহসানুল হক চৌধুরী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হামিদুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন দিনাজপুর ডাঃ মোঃ মউদূদ হোসেন, যুব  উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মতিউর রহমান তালুকদার ও বিশিষ্ট শিক্ষাবীদ অধ্যাপক ছফর আলী। এনজিও সংস্থার পক্ষে বক্তব্য রাখেন মমতা পল­ী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ ইয়াকুব আলী । স্বাগত বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা সমাজসেবা অফিসার মিঃ স্টিফেন মুর্মু। সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র দিনাজপুরের কনসালটেন্ট ডাঃ রেদওয়ানা পারভীন। সার্বিক তত্বাবধানে ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের  গোলাম রববাবী। সভায় শিশু পরিবারের কৃতি ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতি অনুষ্ঠান পরিবেশন করা হয়।

Spread the love