শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সমুদ্রসীমা রক্ষায় নৌবাহিনীকে আরো দক্ষতার সাথে কাজ করতে হবে-প্রধানমন্ত্রী

Pmপ্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ বছরই ভারতের সাথে বাংলাদেশের সমুদ্রসীমা নিয়ে বিরোধ নিষ্পত্তি হবে। আর এর মধ্যে দিয়েই বঙ্গোপসাগরে বাংলাদেশ তার ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সক্ষম হবে। নৌবাহিনীকে আধুনিক ও শক্তিশালী করা হবে। বাংলাদেশ নৌবাহিনীকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলার লক্ষে ২০১৫ সালের মধ্যেই দুইটি সাবমেরিন যোগ হবে।  সমুদ্রসীমা রক্ষায় নৌবাহিনীকে আরো দক্ষতার সাথে কাজ করতে হবে। কেবল অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষাই নয়, বরং আন্তর্জাতিক শান্তিরক্ষায়ও বাংলাদেশের নৌবাহিনী ভূমিকা রাখবে।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রী নৌবাহিনীর দুটি জাহাজ বানৌজা আবু বক্কর ও বানৌজা আলী হায়দার নামে চীন থেকে আনা দুটি যুদ্ধজাহাজ উদ্বোধন করেন।

লোহাগাড়া-সাতকানিয়ায় নির্বাচন পূর্ববর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্তদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন প্রধানমন্ত্রী।

Spread the love