শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সম্প্রীতির উদ্যোগে প্রতিবন্ধী নারীদের দর্জি প্রশিক্ষণ কর্মসূচী উদ্বোধন

দিনাজপুর প্রতিনিধি: প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন সম্প্রীতি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে গতকাল মঙ্গলবার হতে দিনাজপুরে দরিদ্র প্রতিবন্ধী ও মহিলাদের দর্জি প্রশিক্ষণ শুরু হয়েছে। হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনালের সহযোগীতায় এবং ফেডারেল মিনিষ্ট্রি ফর ইকোনমিক কোপারেশন এন্ড ডেভেলপমেন্ট-বিএমজেড এর অর্থায়নে সম্প্রীতির কুমার পাড়াস্থ কার্যালয়ে প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান। সম্প্রীতি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি হালিমা খাতুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বৈশাখী মহিলা উন্নয়ন সংস্থার পরিচালক ও প্রশিক্ষক শাহনাজ বেগম। শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজহারুল আজাদ জুয়েল। অনুষ্ঠান পরিচালনা করেন সম্প্রীতির প্রকল্প সমন্বয়কারী তানজিদা পারভীন সীমা। এই প্রশিক্ষণ কর্মসূচীতে ৪০ জন অংশ গ্রহণ করছে। ২০ দিন ব্যাপী কর্মসূচী শেষে প্রশিক্ষনার্থীদের মধ্যে সিঙ্গার কোম্পানীর সার্টিফিকেট বিতরণ করা হবে।

Spread the love