বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সরকারী সেবা প্রাপ্তির ক্ষেত্রে জনগণকে আরো সচেতন করতে হবে

bdcদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আব্দুল ওহাব হাওলাদার বলেছেন, সরকারী সেবা প্রাপ্তির ক্ষেত্রে জনগনকে আরো সচেতন করতে হবে। নারী নির্যাতন প্রতিরোধে সরকারী সেবা প্রতিষ্ঠানের মধ্যে থানা, আদালত এবং হাসপাতালের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। নির্যাতিতা নারীর সেবায় আমাদের জরুরীভাবে সেবা প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করতে পারলে বিচার প্রার্থী ভিকটিম সহজেই বিচার পাবে এবং অপরাধীরা শাস্তি পাবে।

গতকাল শনিবার এমবিএসকে’র নিজস্ব হল রুমে এমবিএসকে ও জেএসকেএস এর আয়োজনে ঊষা ইউনিটি ফর সোশ্যাল এন্ড হিউম্যান এ্যাকশন ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় নারী নির্যাতন প্রতিরোধে থানা, আদালত ও হাসপাতালের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। এমবিএসকে’র উপ-নির্বাহী খালেদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাখাওয়াত হোসেন, দিমেক হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ আমির হোসেন ও বিশিষ্ট আইনজীবী এপিপি এ্যাডঃ আজিজুর রহমান। প্রকল্পের উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে আলোচনা করেন ঊষা সংস্থার মাঠ কর্মকর্তা আব্দুল খালেক খান। নারী নির্যাতনের ভিকটিম সদস্যদর পক্ষে বক্তব্য রাখেন মহাসিনা বেগম, শিউলি বেগম, মুন্নিজা বেগম, ইয়াসমিন আখতার, জহুরুল হক, লিপি আরা। মুক্ত আলোচনা করেন জাকির, শামীম, মমিমনুল ইসলাম। সভায় সমাপনী ও ধন্যবাদ জ্ঞাপন করেন জেএসকেএস এর নির্বাহী পরিচালক মোস্তফা কামাল। সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রকল্পের পিও মোর্শেদা পারভিন মলি।

 

 

Spread the love