শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সরকারের সহযোগিতায় এগিয়ে যাচ্ছে পঞ্চগড়

পঞ্চগড় বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রংপুর বিভাগের সীমান্তঘেষা জেলা।বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে সরকারি সহায়তায় কৃষি ভিত্তিক অনেক শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। বাংলাদেশে সমতলভূমিতে বানিজ্যিক ভিত্তিতে কেবল মাত্র এই জেলাতেই চা চাষ হচ্ছে। ইতিমধ্যে চা চাষ জেলার কৃষিতে একটি বড় জায়গা করে নিয়েছে। সরকারি সহায়তায় পঞ্চগড়ে অনেকগুলো চা বাগান গড়ে উঠেছে। পঞ্চগড় জেলার অর্থনৈতিক উন্নয়নে চা শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পঞ্চগড়ের চা চাষ যেমন দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলেছে, তেমনি প্রভাব ফেলেছে রসালো ফল কমলার চাষ। রং, আকার ও স্বাদে ভারতীয় কমলার চেয়েও উন্নত পঞ্চগড়ের কমলা। বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে কমলা উন্নয়ন প্রকল্প হাতে নেয়। এ প্রকল্পের আওতায় জেলার পাঁচ উপজেলায় কমলার গ্রাম গড়ে তোলার লক্ষ্যে পাঁচ হাজার পরিবারের মধ্যে দুই লাখ চারা বিতরণ করা হয়। এর মধ্যে ৩৫ হাজার চারা রোপণের মাধ্যমে ৪০০টি কমলা বাগান গড়ে তোলা হয়েছে। সরকারিভাবে প্রশিক্ষণ, বিনামূল্যে চারা, সার ও কীটনাশক বিতরণের মাধ্যমে কমলা চাষিদের উৎসাহিত করা হচ্ছে। এ পর্যন্ত জেলায় ৪৪৬ বিঘা জমিতে বাগান আকারে কমলা চাষ করা হয়েছে। সরকারি পৃষ্ঠপোষকতায় পঞ্চগড়ের কৃষকরা হয়ে উঠছেন আর্থিকভাবে সচ্ছল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশের সাথে ভারতের ছিটমহল সমস্যার সমাধান হয়েছে। ২০১৫ সালের ১ আগস্ট দু’দেশের ভেতরে থাকা ১৬২টি ছিটমহল বিলুপ্ত হয়। এর মধ্যে পঞ্চগড় জেলায় ছিল ৩৬টি। এর মাধ্যমে ছিটমহলবাসীর ৬৮ বছরের বন্দি জীবনের অবসান হয়। ৪১ হাজার ৪৪৯ জন মানুষ বাংলাদেশি নাগরিক হিসেবে স্বীকৃতি পায়। বাংলাদেশের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হয় ১১১টি ছিটমহল । এই বিনিময়ের ফলে বাংলাদেশ পায় ১৭ হাজার ২৫৮ একর জমি। ছিটবাসীর জীবনমান উন্নয়নে রাস্তা, বিদ্যুৎ, স্বাস্থ্য, শিক্ষাসহ সরকারের নেওয়া নানা কর্মসূচির বাস্তবায়ন শুরু হয়। ৪২ কোটি টাকা ব্যয়ে জেলার তিনটি সীমান্ত নদী মহানন্দা, করতোয়া এবং নাগর নদীর তীর সংরক্ষণ বাঁধ নির্মাণ করা হয়েছে। এর ফলে বিজিবির সীমান্ত টহল সড়ক, কয়েকটি সীমান্ত ফাঁড়ি (বিওপি), পুলিশের থানা ভবন, ঈদগাহ এবং কয়েক হাজার একর আবাদি জমি নদীর ভাঙ্গনের হাত থেকে রক্ষা পেয়েছে। জেলার চিকিৎসা ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নেয়া হয়েছে অসংখ্য প্রকল্প। সরকারের ধারাবাহিকতা বজায় থাকলে একসময়ের পঞ্চগড় অচিরেই একটি উন্নত জেলায় রুপান্তরিত হবে।

Spread the love