শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সরাসরি কৃষকের নিকট থেকে ধানক্রয় ফুলবাড়ীতে দ্বিতীয় দফায় লটারীর মাধ্যমে ১৪৪২ জন কৃষক নির্বাচন।

মেহেদী হাসান উজ্জল, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি ॥ দিনাজপুরের ফুলবাড়ীতে সরাসরি কৃষকের নিকট থেকে দ্বিতীয় দফায় ধান কেনার জন্য লটারীর মাধ্যমে ১৪৪২ জন কৃষক নির্বাচন করেছেন উপজেলা প্রশাসন।

বুধবার বেলা ১১ টায় উপজেলা খাদ্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে, উপজেলা চত্তরে এই লটারী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

কৃষকের নামের তালিকা তৈরী,লটারী ও আলোচনা সভায়, উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম চৌধুরীর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিলটন। এতে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার, উপজেলা কৃষি কর্মকর্তা এটিএম হামিম আশরাফ ও উপজেলা খাদ্য কর্মকর্তা গোলাম মওলা।

উপজেলার ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৩২৫৫৫ জন কৃষকের মধ্যে থেকে ১৪৪২ জন কৃষককে লটারীর মাধ্যমে বাছাই করে নির্বাচন করা হয়।

Spread the love