শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সর্বক্ষেত্রেই বাংলাদেশ উন্নয়ন ওঅগ্রগতির পথে এগিয়ে রয়েছে-হুইপ ইকবালুর রহিম এমপি

সাহেব, দিনাজপুর ॥ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, মেধাবিকাশে খেলাধুলা একটি মাধ্যম। এটা উপলোদ্ধি করেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পড়ালেখার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিয়েছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ আজ বিশ্বের মানচিত্রে খেলাধুলায় স্থান করে নিয়েছে। ক্রিকেট, ফুটবল, ভলিবলসহ সর্বক্ষেত্রেই বাংলাদেশ উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে রয়েছে। মহিলারাও পিছিয়ে নেই। বিএনপি-জামাত ক্ষমতায় থাকাকালীন শুধু লুটপাট করেছে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলাধুলা, শিক্ষা,স্বাস্থ্য, বিদ্যুতসহ সর্বক্ষেত্রেই উন্নয়ন বাস্তবায়িত করার বাংলাদেশ আজ বিশ্বের মানচিত্রে নিম্ন মধ্যম আয়ের দেশে পরিনত হয়েছে।

২২ সেপ্টেম্বর শনিবার হুইপ ইকবালুর রহিম এমপি দিনাজপুর জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে বড় ময়দানে প্রথম বিভাগ ফুটবল এর ফাইনাল খেলার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

টুর্নামেন্টের আহবায়ক আবু ইবনে রজবের সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর  জেলা প্রশাসক. ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছুবর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুশান্ত সরকার, দিনাজপুর সদর  উপজেলা নির্বাহী অফিসার ফিরুজুল ইসলাম ফিরোজ, বসুন্ধুরা কিংসের জেনারেল সেক্রেটারী মিনহাজুল ইসলাম মিনহাজ, দিনাজপুর ফুটবল এসোসিয়েশনের সভাপতি গোলাম নবী দুলালসহ অতিথিবৃন্দ। পরিচালনা করেন ধারাভাষ্যকার মো: রফিক।টুর্নামেন্টে মানু স্মৃতি ফুটবল একাডেমীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দিনাজপুর উপশহর টেক্সটাইল ফুটবল দল।

Spread the love