শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুর প্রেসক্লাবের লাইব্রেরিতে বই প্রদান

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার॥ দিনাজপুর প্রেসক্লাবের সদস্য, বিশিষ্ট সাংবাদিক আজহারুল আজাদ জুয়েল ১৩ জানুয়ারী শনিবার সকাল ১১ টায় দিনাজপুর প্রেসক্লাব ভবনে প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চুর হাতে তার লেখা সদ্য প্রকাশিত ইয়াসমিন আন্দোলন, সংখ্যা লঘু নির্যাতন, আরো কিছু কথা বইটি সহ পশ্চিম রাজারামপুর গণহত্যা, বহলা গণহত্যা, ফিলিপগাইন সম্পাদিত লোয়ার ডেপথ্, শাড়ী প্রকাশিত বাংলাদেশ জার্নাল অব দলিত এন্ড মাইনোরিটি, লেফটেন্ট কর্ণের (অবঃ) কাজী সাজ্জাদ আলী জহির বীর প্রতীক রচিত দেশটাকে ভালো বেসে এবং ঘুঘুডাঙ্গার জমিদার বইগুলো প্রেসক্লাবের লাইব্রেরিতে রাখার জন্য আনুষ্ঠানিকভাবে প্রদান করেন। বই প্রদান অনুষ্ঠানে প্রেসক্লাবের সাহিত্য ও পাঠাগার বিভাগের সম্পাদক কাশী কুমার দাস ছাড়াও সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক, সদস্য ইদ্রিস আলী, মোঃ বেলাল উদ্দিন, বিপুল সানি ও হুমায়ুন  কবীর উপস্থিত ছিলেন। প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু বলেন প্রেসক্লাবের লাইব্রেরিকে নতুন আঙ্গিকে সাজানো হচ্ছে। বিভিন্ন লেখকের নিকট হতে বই গ্রহণ করা হচ্ছে। তাদের প্রকাশিত বই প্রেসক্লাবের পাঠাগারে জমা থাকলে আগামী প্রজন্ম তাদের নিয়ে চর্চা করবে। আমরা এক সময় দিনাজপুরবাসীর জন্য এই পাঠাগার উন্মুক্ত করে দিবো।

Spread the love