শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সালমান শাহ’র ৪৭তম জন্মবার্ষিকী আজ

জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ’র ৪৭তম জন্মবার্ষিকী আজ। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর আজকের এই দিনে সিলেটের দারিয়াপাড়ায় জন্ম তার। সালমান শাহ মিডিয়ায় পথচলা শুরু করেন মডেলিং ও নাটকে অভিনয়ের মাধ্যমে। তখন পারিবারিক দেয়া নাম শাহরিয়ার চৌধুরী ইমন নামেই পরিচিত ছিলেন তিনি।

এরপর ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’র সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। সোহানুর রহমান সোহান পরিচালিত ওই সিনেমাতে তার সঙ্গে নায়িকা হিসেবে ছিলেন নবাগত মৌসুমী। প্রথম সিনেমার পরই দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন সালমান।

মৌসুমী, শাবনূর, শাবনাজ, শাহনাজ, লিমা আরও অনেক নায়িকার সঙ্গেই জুটি হয়েছিলেন সালমান। সালমান শাহ অভিনীত ২৭ ছবির মধ্যে অন্যতম- কেয়ামত থেকে কেয়ামত, তুমি আমার, অন্তরে অন্তরে, সুজন সখী, বিক্ষোভ, দেনমোহর, বিচার হবে, এই ঘর এই সংসার, আনন্দ অশ্রু। তার অভিনীত প্রতিটি সিনেমাই ব্যবসায়িক সফলতা পেয়েছিল।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যু হয় সালমানের। এটি খুন নাকি আত্মহত্যা সেটি আজো রহস্যই রয়ে গেছে। তবে মৃত্যুর এত বছর পরেও তার জনপ্রিয়তার বিন্দু মাত্র কমেনি। দিন যাচ্ছে, বছর যাচ্ছে সালমান ততই যেন জনপ্রিয় হচ্ছেন চলচ্চিত্রপ্রেমীদের কাছে।

জন্মদিন উপলক্ষে এক নজরে জেনে নিন তার জীবনবৃত্তান্ত –

আসল নাম : চৌধুরী সালমান শাহরিয়ার ইমন

জন্ম : ১৯ সেপ্টেম্বর ১৯৭১, (রবিবার)

বাবা : কমর উদ্দিন চৌধুরী

মা : নীলা চৌধুরী

স্ত্রী : সামিরা

উচ্চতা : ৫ ফুট ৮ ইঞ্চি

রাশি : বৃশ্চিক

প্রথম চলচ্চিত্র : কেয়ামত থেকে কেয়ামত

শেষ চলচ্চিত্র : বুকের ভেতর আগুন

প্রথম নায়িকা : মৌসুমী

সর্বাধিক সিনেমার নায়িকা : শাবনূর (১৪টি)।

মোট সিনেমা : ২৭টি।

বিজ্ঞাপনচিত্র : মিল্ক ভিটা, জাগুরার, কেডস, গোল্ড স্টার টি, কোকাকোলা, ফানটা।

ধারাবাহিক নাটক : পাথর সময়, ইতিকথা।

একক নাটক : আকাশ ছোঁয়া, দোয়েল, সব পাখি ঘরে ফেরে, সৈকতে সারস, নয়ন, স্বপ্নের পৃথিবী।

মৃত্যু : ৬ সেপ্টেম্বর, ১৯৯৬, (শুক্রবার)।

Spread the love