শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সাহস থাকলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেন ——- সৈয়দপুরে হুসেইন মুহাম্মদ এরশাদ

মোঃ জাকির হোসেন, সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা ঃজাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন,‘ আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের সাথে কোন সর্ম্পক নেই। ভবিষ্যতের কথা আল্লাহ ছাড়া কেউ বলতে পারেনা। তবে আমি বলতে পারি জাতীয় পার্টি মহাজোটে নেই আর থাকবেও না, তবে বিরোধী দলে আছে।’
রোববার দুপুরের দিকে রংপুর যাওয়ার পথে সৈয়দপুরের বাংলা হাইস্কুল মাঠে জাতীয় যুব সংহতির সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন এরশাদ।
প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ আরো বলেন, ‘জাতীয় পার্টি আগের তুলনায় অনেক সুসগঠিত ও শক্তিশালী। আগামী জাতীয় নির্বাচনে একক ভাবে ৩০০ আসনে নির্বাচন করতে প্রস্তুত আছে। দেশের মানুষ এখন আওয়ামী লীগের উপড় বিরক্ত। এই অত্যাচারি সরকারের ভয়ে মানুষ আজ স্বাধীনভাবে মনখুলে সরকারে বিরুদ্ধে কেউ কথা বলতে পারেনা। কেউ সাহস করে কথা বলার চেষ্টা করলে তাকে তুলে নিয়ে গুম, খুন করছে।’
নিরদলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় পায় আওয়ামী লীগ। তাই তারা ক্ষমতাই থেকে নির্বাচন দিতে চায়। তাদের অধীনে কখনো কোন নির্বাচন সুষ্ঠ্য ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হতে পারে না। সাহস থাকলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেন। দেখবেন আওয়ামী লীগ ও বিএনপি ৫০টি আসনের বেশি পাবে না। দেশের মানুষ জাতীয় পার্টিকে ভালবাসে তাই তারা আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে জয়যুক্ত করে দেশ পরিচালনার দায়িত্ব দিতে প্রস্তুত।’
এসময় দলের ভাইস চেয়ারম্যান ও নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য শওকত আলী চৌধুরী, জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির সভাপিত আলমগীর সিকদার লোটন, সাধারণ সম্পাদক ফাকরুল আলমগীর, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব এ.কে এম সাজ্জাদ পারভেজসহ স্থানীয় জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Spread the love