শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাহিত্য কাগজ উচ্ছ্বাস-এর মোড়ক উন্মোচন ও আলোচনা সভা

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সাপখাওয়া এলাকা থেকে প্রকাশিত সৃজনশীল সাহিত্যের কাগজ দ্বি-মাসিক উচ্ছ্বাস-এর মোড়ক উন্মোচন ও সাহিত্য আলোচনা অনুষ্ঠিত হয়েছে। নাগেশ্বরীর সাপখাওয়া এলাকার সাহিত্য, সাংস্কৃতিক ও বিনোদনমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন উচ্ছ্বাস সাহিত্য সুহৃদ-এর আয়োজনে শুক্রবার বেলা ১১টায় কুড়িগ্রাম সরকারি কলেজ ক্যাম্পাসে এক ঝাক সাহিত্যকর্মীর অংশগ্রহণে এই অনুষ্ঠান হয়। উচ্ছ্বাস সাহিত্য সুহৃদ-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং সাহিত্যের কাগজ দ্বি-মাসিক উচ্ছ্বাস এর সম্পাদক ও প্রকাশক হাফিজুর রহমান হৃদয়ের সভাপতিত্বে দ্বি-মাসিক উচ্ছ্বাস’র এপ্রিল-মে-২০১৯ (মাদক বিরোধী) সংখ্যার মোড়ক উন্মোচন করেন উচ্ছ্বাস-এর উপদেষ্ঠা বিশিষ্ট কবি ও কথা সাহিত্যিক হাবিবুর রহমান এবং বিভাগীয় লেখক পরিষদ-রংপুর এর কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি কবি ও প্রাবন্ধিক বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ সরকার। পরে সাহিত্য আড্ডা ও আলোচনাসভায় স্বরচিত কবিতা পাঠ করেন রংপুর বিভাগীয় লেখক পরিষদের কুড়িগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক কবি সিরাজুল ইসলাম, কবি মাসুদ মন্ডল, কবি আরমান আলী, কবি হৃদয় আহম্মেদ, কবি আমিনুর রহমান, কবি এ.আর আশরাফুল আলম, কবি জয় কুমার সিংহ প্রমুখ।

Spread the love