শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাড়ে ৪ কিলোমিটার দৃশ্যমান হতে যাচ্ছে পদ্মাসেতু

করোনার এই সংকটময় পরিস্থিতির মধ্যেই বসছে পদ্মাসেতুর ৩০তম স্প্যান। সম্প্রতি স্প্যানটির পেইন্টিংয়ের কাজ সম্পন্ন হয়েছে এবং আনুষঙ্গিক কিছু কাজ শেষে প্রস্তুত হবে বসানোর জন্য। 

আগামী শনিবার (৩০ মে) টার্গেট করেই প্রকৌশলীরা যাবতীয় প্রস্তুতি নিয়েছেন বলে জানা গেছে।  এর ফরে দৃশ্যমান হবে সেতুর ৪ হাজার ৫০০ মিটার।

চলতি মাসের শেষের দিকে জাজিরা প্রান্তের ২৬-২৭ নম্বর পিলারের উপর বসানো হবে ‘৫বি’ স্প্যানটি। ধূসর রঙের ১৫০ মিটার দৈর্ঘ্য আর তিন হাজার ১৪০ টন ওজন। 

এদিকে, ৩১ তম স্প্যানটি পেইন্টিংয়ের কাজ চলমান রয়েছে, যা ২৫-২৬ নম্বর পিলারের উপর বসানো হতে পারে ১৫ জুনের মধ্যে। ৩০-৩১তম এই দুইটি স্প্যান বর্ষা মৌসুমের আগে বসানো সম্ভব হলে জাজিরা প্রান্তের সব স্প্যান বসানো শেষ হবে।

Spread the love