বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সিডিসিতে এডুকেশন প্রকল্পের অর্থনৈতিক কার্যক্রম পরিদর্শন

দিনাজপুর প্রতিনিধি:

গতকাল বুধবার কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (সিডিসি) দিনাজপুর এর প্রধান কার্যালয় সেন্টার ফর ডিজএ্যাবিলি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)’র সহযোগীতায় লাইফ ফর দি ওয়ার্ল্ড, দি নেদারল্যান্ড এর অর্থায়নে স্টেমিনিং  ক্যাপাসিটি অব লোকাল পার্টনার্স ফর মেইন স্ট্রিমিং ডিজএ্যাবিলি ইন ডেভেলপমেন্ট এ্যন্ড এডুকেশন প্রকল্পের অর্থনৈতিক কার্যক্রম পরিদর্শন করেন সিডিডির প্রজেক্ট একাউন্টেন্ড মোঃ মাসুদ কামাল। কার্যক্রমের সার্বিক সহযোগীতা করেন সিডিসির নির্বাহী পরিচালক যাদব চন্দ্র রায়, প্রকল্প সুপারভাইজার মোঃ আইয়ুব আলী, একাউন্টস কাম এডমিন অফিসার তপন কুমার রায়, মনিটরিং এসোসিয়েট  সত্যেন্দ্র নাথ রায়, ডিআইআরএফ শৈলেন চন্দ্র রায়, জগদীশ চন্দ্র রায়। প্রকল্প সমন্ধে বলেন শিক্ষক নেটওয়ার্কের আহবায়ক ও দক্ষিণ নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাগর চন্দ্র রায়। বক্তারা বলেন আমরা স্বচ্ছতা ও জবাবদিহীতায় বিশ্বাসী। আমাদের লক্ষ্য প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা, স্বাস্থ্যর উন্নয়ন কল্পে কাজ করে যাব।

Spread the love