শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সিডিসির সহযোগিতায় অনুষ্ঠিত হলো বিবাহিত ও অবিবাহিত খেলোয়াড়দের নিয়ে ফুটবল টুর্নামেন্ট

Playমো: আব্দুর রাজ্জাক : বিশ্বকাপ ফুটবল শেষ হতে না হতে শুরু হয়েছে গ্রামে গঞ্জে ফুটবল টুর্নামেন্ট। কোন দল জার্মানী আবার কোন দল আর্জেন্টিনা হয়ে ফুটবল যুদ্ধে অবতীর্ন হচ্ছে। তারই ধারাবাহিকরার মাধ্যমে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হলো দিনাজপুর সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নে দিঘন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (সিডিসি) দিনাজপুর এর সহযোগিতায় স্থানীয় আনসার ভিডিপি ক্লাব এর আয়োজনে বিবাহিত বনাম অবিবাহিত দলের মধ্যে হাড্ডা-হাড্ডি ফুটবল যুদ্ধ। খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি শেখপুরা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন আ’লীগ এর সাধারন সম্পাদক মোঃ বাবুল আখতার। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্সআপ খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন সিডিসির নির্বাহী পরিচালক যাদব চন্দ্র রায়। আনন্দ উৎসবের মধ্য দিয়ে শত শত দর্শকের উৎসাহে অবিবাহিত দল ৩টি গোল দেয় এবং বিবাহিত দল ১টি গোল দেয়। এককালের জনপ্রিয় ফুটবল খেলা আজ বিলুপ্তের পথে। গ্রামীণ খেলাগুলোর মধ্যে ফুটবল খেলা গ্রামে গঞ্জে আবারো জনপ্রিয় করার লক্ষে এই টুর্নামেন্টের আয়োজন। চ্যাম্পিয়ন দলকে ট্রফি এবং একটি ফুটবল ও রানার্সআপ দলকে ট্রফি প্রদান সহ সকল খেলোয়াড়দের মাঝে পুরস্কার প্রদান করেন সিডিসির নির্বহী পরিচালক যাদব চন্দ্র রায়। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তির মধ্যে উপস্থিত ছিলেন ইয়াং ড্রাগান ক্লাবের সাধারন সম্পাদক মোঃ মোমিনুল ইসলাম, সমাজ সেবক মোঃ বাবুল আক্তার, কিষান বাজার দূর্গা মন্ডির কমিটির সভাপতি ধনোপতি রায়।

 

Spread the love