শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সিনেমা তৈরির প্রযুুক্তিগত সুবিধা দেবে এফডিসি

দেশীয় ঐতিহ্য, সংস্কৃতি, মূল্যবোধ সংরক্ষণসহ সুস্থ বিনোদনমূলক ছবি নির্মাণে নির্মাতাদের সহায়তা ও অনুপ্রেরণা দেয়ার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠা করা হয় বাংলাদেশে চলচ্চিত্র উন্নয়ন সংস্থা বা বিএফডিসি। একটা সময় বছরে ১০০টি ছবির মধ্যে ৯৫টিই এখানে তৈরি হতো। ২০১২ সালে থার্টি ফাইভ মিলিমিটার থেকে ডিজিটালে যাত্রা শুরু করে ঢাকার চলচ্চিত্র। সেই সঙ্গে প্রযুক্তির ছোঁয়া দর্শকদের চোখে লাগার কারণে এফডিসি কিছুটা তাল মিলাতে না পেরে পেছনে হটে যায়। তবে গত বছর থেকে এফডিসির আধুনিকায়ন ও সমপ্রসারণের আওতায় কাজ করছেন প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ। তিনি বলেন, এরইমধ্যে দেশের বাইরে থেকে উন্নতমানের পাঁচটি সনি এফ-৫৫ ও একটি রেড স্কারলেট ক্যামেরা আনা হয়েছে এফডিসিতে। একই সঙ্গে পাঁচটি ডিজিটাল এডিটিং মেশিন, একটি কালার গ্রেডিং মেশিন, উন্নতমানের লাইট ও দুটি ক্রেন আনা হয়। সামনে এফডিসির আধুনিকায়নে সবচেয়ে বড় কাজটি হবে। সরকারের সবুজ সংকেত পেয়েই এফডিসি কমপ্লেক্স তৈরির বাজেটসহ প্রস্তাবনার সব কাগজপত্র জমা দিয়েছি মন্ত্রণালয়ে। এদিকে আরো জানা যায়, প্রজেক্টরে অত্যাধুনিক সার্ভার সংযোগ করা হয়েছে; যার মধ্যে ভিডিও, অডিও সংরক্ষণ করা যাবে। সেখান থেকে সংরক্ষণ করা কোনো কিছুরই পাইরেসি হওয়ার সুযোগ নেই। এফডিসির ক্যামেরা ও লাইট বিভাগের প্রধান মামুনুর রশীদ জানিয়েছেন, জার্মানির এরি কোম্পানির সঙ্গে চুক্তি অনুযায়ী ৯টি মাস্টার প্রাইম, বেশ কয়েকটি আলট্রা প্রাইমের ক্যামেরা লেন্স আনা হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে দুটি ফোর-কে রেড ক্যামেরাও আনা হয়েছে। দেশীয় চলচ্চিত্রের নানা চড়াই উৎরাই পেরিয়ে এখন ৬০ বছরের বেশি সময়ে দাঁড়িয়ে এই প্রতিষ্ঠান। বর্তমানে একদিকে ভারতীয় ছবির বাজার আর স্যাটেলাইটের অনুষ্ঠানের প্রভাব, অন্যদিকে দর্শকদের রুচি ও চাহিদার পরিবর্তন ঘটেছে বলেই প্রযুুক্তিগত সুবিধা দেবে এফডিসি। তপন কুমার ঘোষ আরো জানান, গণপূর্ত মন্ত্রণালয় এফডিসির ভেতরে মূল ফটকসংলগ্ন পুরোনো এডিটিং মাঠ, এডিটিং ভবন, ৩ ও ৪ নম্বর শুটিং ফ্লোর বাতিল ঘোষণা করেছে। সেখানে ২০১ কোটি টাকা ব্যয়ে ১৫ তলাবিশিষ্ট এফডিসি কমপ্লেক্স তৈরি হবে। চারটি শুটিং ইউনিট করা হবে। দুটি সিনেপ্লেক্সসহ চলচ্চিত্রবিষয়ক সব সুযোগ-সুবিধা থাকবে। ভবনের নকশাও তৈরি করা হয়েছে। তবে সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে এফডিসিতে শুটিংয়ের জন্য মোট ৯টি ফ্লোর রয়েছে। কিন্তু এখানে যে কেউই এসে দেখতে পাবে মাত্র দুটি ফ্লোরে শুটিং চলে। তারপরও সেগুলো নিয়মিত না। বাকি ফ্লোরগুলো সব ফাঁকা। একসময় শুটিং দেখতে এখানে প্রতিদিনই ভিড় করতো অনেক দর্শনার্থী। কিন্তু এখন তেমন লোক দেখা যায় না এখানে। এফডিসিতে উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি স্থাপনে চলচ্চিত্রের জন্য কল্যাণ হলেও তার ব্যবহারে দক্ষ জনবল নিয়ে অসন্তুষ্টির কথা বলেছেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার। তিনি বলেন, ভালো কারিগরি যন্ত্রপাতি আনা হলেও তা সঠিকভাবে ব্যবহারের জন্য দক্ষ লোকবল জরুরি। আমরা চাই এই সংশ্লিষ্ট অভিজ্ঞ ব্যক্তিদের এনে লোকজনকে ট্রেনিং দিয়ে ভালোভাবে গড়ে তোলা হোক। তাহলেই হয়তো সমস্যার সমাধান হবে।

Spread the love