শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সিরিয়ার বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা

সিরিয়ার হোমস প্রদেশের ‘টি-ফোর’ সামরিক বিমানবন্দরে আজ সোমবার ভোরে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘সানা’ জানিয়েছে, বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে আটটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হয়েছে। এরপরও সেখানে হতাহতের ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, আমেরিকা ওই হামলা চালিয়েছে।

কোনো কোনো সূত্র বলছে, লেবাননের আকাশসীমা দিয়ে সিরিয়ায় ওই সব ক্ষেপণাস্ত্র ঢুকেছে। তবে তা কোথা থেকে নিক্ষেপ করা হয়েছে তা স্পষ্ট নয়।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদেরে বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির কয়েক ঘন্টা পরই এ হামলা হলো। দামেস্কের কাছে রাসায়নিক হামলা হয়েছে দাবি করে ট্রাম্প গতকাল বলেছেন, এর জন্য চড়া মূল্য দিতে হবে।

তবে আমেরিকার কয়েকজন কর্মকর্তা সিরিয়ার বিমানবন্দরে হামলার কথা অস্বীকার করেছেন।

এর আগে ইসরাইলের কয়েকটি জঙ্গিবিমান ওই বিমানবন্দরে হামলা চালিয়েছিল।

Spread the love