শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সুপ্র’র কর ও ভ্যাট ব্যবস্থা নিয়ে অধিপরামর্শ সভায়

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ।। ২ অক্টোবর সোমবার সুশাসনের জন্য প্রচারাভিযান সুপ্র দিনাজপুর জেলা কমিটি আয়োজিত “টুয়ার্ডস প্রো-পুওর এন্ড প্রোগ্রোসিভ ট্যাক্স সিস্টেম ইন বাংলাদেশ” প্রকল্পের আওতায় দিনাজপুর প্রেসক্লাব হল রুমে সাম্প্রতিক কর ও ভ্যাট ব্যবস্থা নিয়ে জেলা পর্যায় অধি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সুপ্র জেলা কমিটির সভাপতি মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল। স্বাগত বক্তব্য রাখেন সুপ্র জেলা কমিটির সদস্য সচিব মোঃ মতিউর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক ষ্টিফেন মুর্মু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায়, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বক্সী বাচ্চু, ৫নং শংকরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, জেলা জাসদের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদুল্লাহ, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল এবং সুপ্র সেক্রেটিয়ার সদস্য রাজশাহী বিভাগ আব্দুল আজিজ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সুপ্র’র সদস্য ও সিডিসি’র নির্বাহী পরিচালক যাদব চন্দ্র রায়। ধারণা পত্র পাঠ করেন সিটিডাব্লিউ সংস্থার একাউন্ট এন্ড এডমিন অফিসার মোঃ মোকাররম হোসেন মানিক ও মোঃ আফসার আলী। মুক্ত আলোচনায় অংশ নেন বিকাশ সংস্থার নির্বাহী পরিচালক মোঃ নুরুল ইসলাম ও ইউএসডিও’র নির্বাহী পরিচালক ও দৈনিক মানববার্তার নির্বাহী সম্পাদক মাহফুজুল ইসলাম রিপন। সভায় বক্তারা বলেন কর ব্যবস্থা হওয়া উচিত দরিদ্র বান্ধব যা কোন ভাবেই তাদের জীবনে বোঝা হয়ে না দাঁড়ায়। সাধারণ জনগণের উপর ভ্যাটের চাপ কমানো ও অত্যাবশ্যক জিনিস সমূহ ভ্যাটের আওতামুক্ত করা। যা তাদের জীবন ধারণের ব্যয় কমাবে। স্বচ্ছ ও জবাব দিহীতার নিরীখে নতুন ও বর্তমান আইনসমূহকে কার্যকরী করে সম্পত্তি কর ও আয় করের পরিধি বাড়ানো। কর্পোরেট কর ফাঁকি দেয়া কমানো। দেশব্যাপী আন্দোলন এবং সচেনতামূলক কর্মসূচীর আয়োজনের মাধ্যমে একটি উত্তম কর পরিবেশ সৃষ্টি করাই হলো এই অধিপরামর্শ সভার উদ্দেশ্য।

Spread the love