শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সুবিধাবাদীদের নিয়ে পকেট কমিটি করবেন না: ওবায়দুল কাদের

আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কা‌দের বলেছেন, সুবিধাবাদীদের নিয়ে পকেট কমিটি করবেন না। পকেট কমিটি কোন কাজে আসবে না। আওয়ামী লীগ সুবিধাবাদীদের পার্টি না। দুঃসময় সুবিধাবাদী, বসন্তের কোকিলদের হাজারও বাতি জ্বালিয়ে খুঁজে পাওয়া যাবে না।

সোমবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লী‌গের ৭০তম প্র‌তিষ্ঠা বা‌র্ষি‌কি উদযাপন উপল‌ক্ষে ঢাকা দ‌ক্ষিণ সি‌টি ক‌রপোরেশন ও ঢাকা মহানগর দ‌ক্ষিণ আওয়ামী লীগের সমন্ব‌য়ে আ‌য়ো‌জিত এক যৌথ সভায় প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে তি‌নি এসব কথা ব‌লেন।

তিনি বলেন, আদালত বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জামিন দিলে সরকারের হস্তক্ষেপ থাকবে না। আওয়ামী লীগ সরকার আদালতের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল। আদালত জামিন নিতে চাইলে সরকারের আপত্তি নেই।

জনগণের ভোটে নির্বাচিত সরকারকে অবৈধ বলা হাস্যকর মন্তব্য করে সেতুমন্ত্রী বলেন, নির্বাচিত সংসদকে যারা অবৈধ বলেন, আদালতের রায়ে তাদের জন্মই অবৈধ। যৌথ সভায় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, জোড়াতালি দিয়ে আওয়ামী লীগ করবেন না। ত্যাগী কর্মীদের অবহেলা করবেন না। ত্যাগী কর্মীদের অবহেলা করলে আওয়ামী লীগ টিকবে না। ক্ষমতার দাপট দেখাবেন না। 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তরুণ ও নতুনদেরকে নৌকার পক্ষে ধরে রাখতে হবে। নতুনদের নৌকার পক্ষে ধরে রাখতে হলে সদস্যদের সংগ্রহ অভিযানের কোন বিকল্প নেই। সদস্য সংগ্রহ অভিযান ধারালো হাতিয়ারের মত কাজ করবে। যারা আওয়ামী লীগের ইশতেহারের প্রতি আকৃষ্ট হয়ে নৌকায় ভোট দিয়েছিলেন, তাদেরকে ধরে রাখতে হবে। নতুন করে লোক সৃষ্টি করতে হবে, কর্মী সৃষ্টি করতে হবে। কর্মীরা হচ্ছে আওয়ামী লীগের প্রাণ।

সড়কমন্ত্রী বলেন, আওয়ামী লীগের আত্মা পড়ে আছে তৃণমূলে। অসংখ্য গরিব, দুঃখী, অসহায় কর্মীর ঘরে পড়ে আছে আওয়ামী লীগের আত্মা। আওয়ামী লীগের ঐতিহ্য ধরে রাখতে হবে। গরিব দুঃখী কর্মীদের ভালবাসতে হবে। সহানুভূতি দেখাতে হবে। তাদের পাশে দাঁড়াতে হবে। প্রত্যেক নেতার মধ্যে মানবিক গুণাবলি থাকতে হবে। জননেত্রী শেখ হাসিনা মানবিক গুণ বিশিষ্ট নেত্রী।

তিনি অসহায় গরীব কর্মীদের পাশে সবসময় দাঁড়ান তাদের খোঁজ খবর রাখেন। আমাদের প্রত্যেককে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুসরণ, অনুকরণ করতে হবে বলেও যোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ঢাকা দ‌ক্ষিণ আওয়ামী লী‌গের সভাপ‌তি হা‌জি আবুল হাসনা‌তের সভাপ‌তি‌ত্বে বক্তব্য দেন, ঢাকা দক্ষিণ সি‌টি ক‌রপোরেশ‌নের মেয়র সাঈদ খোকন, ঢাকা দ‌ক্ষিণ আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক শা‌হে আলম মুরাদ প্রমুখ।

Spread the love