শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সেই মায়ের পাশে খন্দকার ফাউন্ডেশন

Maবস্তায় ভরে রাস্তায় ছুঁড়ে ফেলা সেই অসহায় মা হাসিনার দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন খন্দকার ফাউন্ডেশনের পরিচালক খন্দকার সাইফুল ইসলাম।

মঙ্গলবার বিকেল ৪টায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে উপস্থিত হয়ে বৃদ্ধা হাসিনার পাশে থাকার কথা বললেন।

এসময় তিনি বৃদ্ধার জন্য বিছানা, কাপড়, ফলমূলসহ চিকিৎসা খরচের জন্য নগদ ১০ হাজার টাকা নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাউছুল আজমের হাতে তুলে দেন।

এছাড়াও আগামী এক বছরের ভরণ পোষণের দায়িত্ব নেন সাইফুল ইসলাম। এ জন্য প্রতি মাসে চার হাজার টাকা করে প্রদান করার ঘোষণাও দেন। এ সময় অসহায় বৃদ্ধার দুই চোখ বেয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ে।

সাইফুল ইসলাম বলেন, একটি অনলাইন পত্রিকায় আমি উনার এ সংবাদটি দেখি। উনি আমার মায়ের মতো। তাই সামাজিক দায়বদ্ধতা আর বিবেকের তাড়নায় উনার দায়িত্ব নিতে এসেছি। আমাদের সমাজের বিত্তবানেরা যদি সামাজিক দায়িত্বটুকু পালন করেন তাহলে আমাদের সামাজিক উন্নয়ন অব্যশই হবে।

উল্লেখ্য, গত ১৯ জুলাই বৃদ্ধা হাসিনাকে নিয়ে একটি বিশেষ সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।  সংবাদ প্রকাশের তিনদিন পর সহযোগিতার হাত বাড়ালেন খন্দকার ফাউন্ডেশনের পরিচালক সাইফুল ইসলাম।

Spread the love