শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সেতাবগঞ্জ চিনিকলে ৩৩ কোটি ৫০ লাখ টাকার চিনি অবিক্রিত

দিনাজপুর প্রতিনিধ:  উত্তরবঙ্গের সর্ববৃহৎ শিল্প প্রতিষ্ঠান সেতাবগঞ্জ চিনিকল লিমিটেড চরম অর্থ সংকটে পড়েছে। মিল কর্তৃপক্ষ আর্থিক সংকটের কারণে সময়মত শ্রমিক-কর্মচারীদের বেতনভাতা পরিশোধে হিমশিম খাচ্ছে।

সেতাবগঞ্জ চিনিকল সূত্রে জানা গেছে, বর্তমানে চিনিকলে গত মৌসুমের উৎপাদিত ৬ হাজার ৭০৭ মেট্রিক টন চিনি মজুদ রয়েছে। যার বর্তমান বাজার মূল্য ৩৩ কোটি ৫০ লাখ টাকা। এই বিপুল পরিমান মজুদকৃত চিনি বিক্রি করতে না পারায় চিনিকলটি চরম আর্থিক সংকটে পড়েছে। যার ফলে কর্তৃপক্ষ সময়মত শ্রমিক-কর্মচারীদের বেতনভাতা পরিশোধসহ প্রতিনিয়ত নানা সমস্যায় পড়ছে।

সেতাবগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শহিদ উলস্নাহ জানান, বে-সরকারী চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্তৃক কম মূল্যে বাজারে চিনি সরবরাহ করায় ডিলাররা মিলের চিনি উত্তোলনে অনাগ্রহ দেখাচ্ছে। মিল কর্তৃপক্ষ চুক্তি ভিত্তিক ডিলারসহ দিনাজপুর, ঠাকুরগাও ও সৈয়দপুরের বড় বড় চিনি ব্যবসায়ীদের সাথে সার্বক্ষনিক যোগাযোগ করা সত্ত্বেও তারা চিনি উত্তোলন কিংবা ক্রয় করছেনা। তিনি বলেন, স্বল্প সময়ের মধ্যে চিনি বিক্রি না হলে চলতি মৌসুমে উৎপাদিত চিনি সংরক্ষনে মিল কর্তৃপক্ষকে হিমসিম খেতে হবে। সেই সাথে মিলটি বড় ধরনের লোকসানের সম্মুখিন হবে।

Spread the love