শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সেতাবগঞ্জ পাইলট মডেল স্কুলে ৪ শিক্ষক নিয়োগ

বোচাগঞ্জ প্রতিনিধি : ঐহিত্যবাহী সেতাবগঞ্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ৪টি পদে শিক্ষক নিয়োগ করা হয়েছে।
প্রাপ্ত সুত্রে জানা গেছে, বিভিন্ন জটিলতা ও নিয়মিত কমিটি না থাকার কারনে দীর্ঘদিন ধরে সেতাবগঞ্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে কোন শিক্ষক নিয়োগ করা যাচ্ছিল না। প্রায় ১২শত ছাত্র-ছাত্রী নিয়ে স্কুলটি দীর্ঘদিন ধরে মাত্র ১০/১২ জন শিক্ষক দিয়ে ক্লাশ পরিচালনা করছিল। ইতিমধ্যে বেশ কয়েক শিক্ষক অবসরে যাওয়ায় তাদের শূণ্যপদে শিক্ষক নিয়োগ দেয়া জরুরী হলেও বিভিন্ন জটিলতায় শিক্ষক নিয়োগ করা সম্ভব হয়নি।  এরই মধ্যে বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বনাথ রায় নির্বাচনের মাধ্যমে নিয়মিত কমিটি করেন। উক্ত কমিটি স্কুলের লেখাপড়ার স্বার্থে প্রথমেই শিক্ষক নিয়োগের উপর গুরুত্ব দেন। সে মোতাবেক সাধারন বিজ্ঞান, অংক, শরীরচর্চা ও লাইব্রেরীয়ান পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেয়া হয়। ৪টি পদে ৫৪ জন প্রার্থী আবেদন করলে ৩জন প্রার্থীর আবেদন বাতিল হয়। ম্যানেজিং কমিটি নিয়োগ প্রক্রিয়ার কাজ শুরু করলে শুরু হয় দৌড়ঝাপ।
প্রার্থীরা চাকুরী পেতে ব্যাপক গ্রুপিং, লবিং এমনকি প্রয়োজনে মোটা অংকের অর্থও দিতে প্রস্তুুত। নিয়োগ নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। নিন্দুকেরাও পিছিয়ে নেই তারা ম্যানেজিং কমিটির সম্পর্কেও বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে মন্তব্য করতে দ্বিধা বোধ করেনি। কিন্তুু এসব কিছুর পরও পুর্ব অভিজ্ঞতা থেকে বর্তমান কমিটির সভাপতি আবু সৈয়দ হোসেন, অভিভাবক সদস্য মোঃ জাকিউর রহমান, এম,ওয়ালী ফ্লাড, মোঃ আবু আল হেলাল, মোঃ বাবু, শিক্ষক প্রতিনিধি কাজী ওবায়দুল্লাহ, লূৎফর রহমান এবং সদস্য সচীব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বনাথ রায় সহ সকলেই একমত হয়ে মেধা ও স্বচ্ছতার ভিত্তিতেই শিক্ষক নিয়োগ করার চুড়ান্ত সিদ্ধান্ত নেন। গত ২২ অক্টোবর বুধবার ডিজির প্রতিনিধি হিসেবে দিনাজপুর সরকারী বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক চন্দ্র শেখর ভট্রাচার্য্যরে উপস্থিতিতে সেতাবগঞ্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এই নিয়োগ পরীক্ষা অত্যন্ত সুন্দর পরিবেশের মধ্যে সম্পন্ন হয়। লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে সাধারন বিজ্ঞান পদে সৌমিত্র সরকার এম,এস,সি, অংক পদে মোঃ আবুল হাশেম এম,এস,সি, গ্রন্থাগারিক পদে মোছাঃ নাজমা আকতার এম,এ ফিলোসোপি ও শরীরচর্চা পদে আব্দুল মজিদ বি,পিএড ১ম স্থান নির্ধারন করায় তাদের নিয়োগ দেয়া হয়। স্কুলের কয়েকজন অভিভাবক জানান, অতীতে যত নিয়োগ হয়েছে তার চেয়ে বর্তমান নিয়োগটি সর্বজন গৃহিতী যাতে মেধার মূল্যায়ন করা হয়েছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বনাথ রায় জানান, আমরা টাকা নয় মেধাকে মূল্যায়ন করেছি বলেই ভালরাই ভাল করেছে। অভিভাবক ও নিয়োগ কমিটির সদস্য আবু আল হেলাল জানান, নির্বাচিত কমিটির মুল লক্ষ্য ছিল মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে শিক্ষক নিয়োগ করা আমরা আমাদের কথা রেখেছি এবং ভবিষ্যতেও লেখাপড়ার মান উন্নয়নে সর্বাত্মক চেষ্ঠা অব্যাহত থাকবে।

Spread the love