শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সেন্ট ফিলিপস্ ডিবেটিং সোসাইটির আয়োজনে আন্তঃ-স্কুল বিতর্ক উৎসব অনুষ্ঠিত

মোঃ নুর ইসলাম, দিনাজপুর ॥ ৪ অক্টোবর শুক্রবার সকাল ৯টা থেকে দিন ব্যাপী সেন্ট ফিলিপস্ ডিবেটিং সোসাইটির আয়োজনে এবং রুয়েট ডিবেটিং ক্লাব এর সহযোগিতায় আন্তঃ-স্কুল বিতর্ক উৎসব-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। “যুক্তির আলোরণে অনুরণিত হোক মস্তিস্কের নিউরণ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিন ব্যাপী আন্তঃ-স্কুল বিতর্ক উৎসব-২০১৯ এর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল হক প্রধান। অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ ব্রাদার কাজল লিনুস কস্তা সিএসসি’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, মাধ্যমিক শাখার সহকারী প্রধান শিক্ষক ব্রাদার জনি গ্রেগরী সিএসসি, আন্তঃ-স্কুল বিতর্ক উৎসবের আহবায়ক অত্র প্রতিষ্ঠানের সহকারি শিক্ষক আসাদুজ্জামান তারেক, দিনাজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ রাহিনুর ইসলাম সিদ্দিকী। উক্ত আন্তঃ-স্কুল বিতর্ক উৎসবটি সার্বিক সহযোগিতা করেন রুয়েট ডিবেটিং ক্লাব এর ১০সদস্য বিশিষ্ট দলের সদস্যরা হলেন রুয়েট ডিবেটিং ক্লাবের সভাপতি মাহির আসেফ, সাধারণ সম্পাদক চৌধুরী মো মেসবাহুল ইবনে মুনীর, সহ-সভাপতি এবিএম ইফতেখার আহমেদ,কোষাধ্যক্ষ রোজা আশরাফী মেধা, সাংগঠনিক সম্পাদক হামজা ইবনে মুজিব, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুবতাসিম মাহবুব অয়ন, গ্রন্থাগার ও পাঠচক্র সম্পাদক অর্পণ চক্রবর্তী, গবেষণা ও কর্মশালা সম্পাদকমেহেদী হাসান, সামাজিক সম্পাদক সায়েম আল আনান আলভী, কার্যনির্বাহী সদস্য জাকিয়া তামান্না ঐশী। আন্তঃ-স্কুল বিতর্ক উৎসবে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিতর্ক বিভিন্ন সমস্যা সমাধানের পথ বের করে এবং সেই পথ সঠিকভাবে অনুসরন করার সহযোগিতা করে থাকে। এই বিতর্কের মাধ্যমে বিভিন্ন দেশের জটিল সমস্যার নিরসন ঘটায় এবং এক দেশের সাথে অন্যদেশের পারস্পারিক সুসম্পর্ক গড়ে তুলতে গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন  করে। আন্তঃ-স্কুল বিতর্ক উৎসবে দিনাজপুরের সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজের ৩টি দল, চেহেলগাজী শিক্ষা নিকেতন, কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়, রয়ের রেসিডেন্সিয়াল স্কুল, দিনাজপুর জিলা স্কুল বিতর্ক দল অংশগ্রহণ করে।

Spread the love