বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজে সহ শিক্ষামূলক প্রতিযোগিতা ‘মডেল ইউনাইটেড ন্যাশনস’ অনুষ্ঠিত

মোঃ নুর ইসলাম, দিনাজপুর ঃ বর্তমানে বাংলাদেশ সহ সমগ্র বিশ্বের স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিকট আগত নতুন, বহুমাত্রিক এবং আকর্ষণীয় এক সহ-শিক্ষামূলক প্রতিযোগিতা ‘মডেল ইউনাইটেড ন্যাশনস’,  সংক্ষেপে যাকে বলা হয় গটঘ এবং যার বাংলা অর্থ দাঁড়ায়ঃ “ছায়া জাতিসংঘ সম্মেলন “।  জাতিসংঘের আদলে বিভিন্ন দেশকে প্রতিনিধিত্ব করা নিয়ে গঠিত এই সম্মেলন হলো বিতর্কেরই একটি ভিন্ন মাত্রা, যেখানে শিক্ষার্থীরা ছোটবেলা থেকেই নেতৃত্ব, বৈশ্বিক জ্ঞান এবং উপস্থাপন দক্ষতা শেখার সুযোগ পায়। অভ্যন্তরীনভাবে এবার এই প্রতিযোগিতার আয়োজন করে দিনাজপুরের সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজ। সেন্ট ফিলিপস হাই স্কুল এন্ড কলেজে গত ৬ আগস্ট, অনুষ্ঠিত হয় “সেন্ট ফিলিপস হাই স্কুল এন্ড কলেজ মক মডেল ইউনাইটেড ন্যাশনস কনফারেন্স ২০১৯”, সংক্ষেপে  ঝচঝঈ গঙঈক গটঘ ২০১৯. বাংলায় “সেন্ট ফিলিপস হাই স্কুল এন্ড কলেজ অন্তঃ ছায়া জাতিসংঘ সম্মেলন ২০১৯। এই সম্মেলনটির আয়োজনে ছিল বিদ্যালয়টির ছায়া জাতিসংঘ ক্লাব ‘সেন্ট ফিলপস হাই স্কুল এন্ড কলেজ মডেল ইউনাইটেড ন্যাশনস এসোসিয়েশন ‘। সদ্য প্রতিষ্ঠিত এই ক্লাবটির প্রথম বড় আয়োজন ছিল, যেখানে অংশগ্রহণ করেছে উক্ত বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থী যাঁরা আমেরিকা, রাশিয়া সহ বিভিন্ন দেশকে প্রতিনিধিত্ব করেছে।  অনুষ্ঠান পরিচালনা করছেন দিনাজপুর জিলা স্কুল মডেল ইউনাইটেড ন্যাশনস এসোসিয়েশন এর সদস্যবৃন্দ। সকাল ৮ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত  দিনব্যাপী এই আয়োজনে সভাপতিত্ব করেন সেন্ট ফিলিপস হাই স্কুল এন্ড কলেজ ছায়া জাতিসংঘ ক্লাব এর সভাপতি অম্লান মোস্তাফিজ। সার্বিক তত্ত্ববধায়নে ছিলেন সেন্ট ফিলিপস হাই স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ ব্রাদার কাজল লিনুস কস্তা সিএসসি এবং সহকারি প্রধান শিক্ষক ব্রাদার জনি গ্রেগরি সিএসসি,সহ উক্ত প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ ও অন্যান্য শিক্ষকবৃন্দ।

Spread the love