শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সৈয়দপুরও খরা ও অনাবৃষ্টির কবলে পুড়ছে

মোঃ জাকির হোসেন, রংপুর বুৠচীফ : শ্রাবণেও বৃষ্টি নেই নীলফামারীর সৈয়দপুরে৷ ফলে প্রচন্ড খরা অনাবৃষ্টির কবলে পড়েছে এই জনপদ৷ আকাশে মেঘের আনাগোনা কখনোবা অন্ধকার হয়ে আসছে আকাশ৷ কিন্ত বৃষ্টি হচ্ছে না৷ ফলে আমনের চাষাবাদ নিয়ে চিন্তিত এখাকার কৃষকরা৷ প্রচন্ড দাবদাহের কারণে কর্মজীবী মানুষ বাইরে বেরুতে পারছেন না৷

এবছর উপজেলার ৫টি ইউনিয়নে প্রায় সাড়ে ৭ হাজার হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানায় কৃষি বিভাগ৷ অবস্থাপন্ন কৃষকরা শ্রালো মেশিন চালিয়ে জমিতে সেচ দিয়ে হালচাষ করে আমনের চারা লাগাচ্ছেন৷ উপজেলার কামারপুকুর ইউনিয়নের দলুয়া গ্রামের কৃষক আমিনুর রহমান, বাঙালিপুর ইউনিয়নের লক্ষণপুর চড়কপাড়ার জুলফিকার আলী জানান, জমিতে একফোঁটা পানি না থাকায় আমনের চারা রোপন করতে পারছেন না৷ এদিকে আমনের বীজতলার চারায় নানা রোগব্যাধি ও গরম আবহাওয়ার কারণে প্রায় নষ্টের পথে৷ ফলে আমনের আবাদ নিয়ে চিন্তায় পড়েছেন তারা৷ নদী-নালা, খাল-বিলে পর্যাপ্ত পানি না থাকায় চাষিরা পাট জাগ দিতে পারছেন না৷ ফলে পাট কেটে জমিতে অথবা সড়কের পাশে ফেলে রাখায় শুকিয়ে যাচ্ছে৷

উপজেলার কামারপুকুর, বাঙালিপুর, কাশিরাম বেলপুকুর, খাতামধুপুর ও কোতলাগাড়ি ইউনিয়ন ঘুরে দেখা গেছে, ভরা বর্ষাতেও খরা ও অনাবৃষ্টির কারণে আমনের জমি তৈরির জন্য গভীর ও অগভীর নলকুপের মাধ্যমে সেচ দেয়া হচ্ছে৷ এতে করে কাংখিত ফলন হবে না এবং উত্পাদন ব্যয় বাড়বে বলে মনে করছেন কৃষকরা৷ আমন মৌসুমে বৃষ্টি না হওয়ায় তাপমাত্রাও বেড়ে গেছে৷

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হোমায়রা মন্ডল জানান, উপজেলার অধিকাংশ জমি আগাম বৃষ্টিতে কৃষকরা আমনের চারা লাগিয়েছেন৷ প্রচন্ড খরা ও অনাবৃষ্টির কারণে জমির পানি শুকিয়ে যাচ্ছে৷ কিছু কিছু জায়গায় পানির অভাবে আমনের কচি চারা মরে যাওয়ার উপক্রম হওয়ায় কৃষকদের সেচ দেয়ার পরামর্শ দেয়া হয়েছে৷ এছাড়া মাঠ পর্যায়ে উপ-সহকারি কৃষি অফিসারগণ কাজ করে যাচ্ছেন৷ তিনি বলেন, আমন রোপনের এখনও সময় তাই ঘাবড়ানোর কিছু নেই কৃষকদের৷ এরই মধ্যে বৃষ্টিপাত হলে সেই শংকা থাকবে না কৃষকদের মাঝে৷

Spread the love