শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সৈয়দপুরে নতুন ইরি বোরো ধান কাটা শুরু কৃষকের ক্ষোভ প্রকাশ

মোঃ জাকির হোসেন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি;সৈয়দপুরে নতুন ইরি বোরো ধান কাটা শুরু হয়েছে৷ বর্তমান নতুন ধানের মন আড়াইশ টাকা থেকে পৌনে তিনশ টাকা৷ প্রতি বস্তা ধান সাতশ টাকা থেকে সোয়া সাতশ টাকায় নতুন ধান বাজারে বিক্রি হচ্ছে৷ নতুন ধানের দর হাট বাজারে কম থাকায় কৃষকের মাথায় বাজ পড়েছে৷ গত শনিবার সৈয়দপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের নিয়ামতপুর বানিয়াপাড়ার এক কৃষক বঙ্গবন্ধু সড়কের ধারে টি.এন্ড টি অফিসের নিকট নতুন ধান মাড়াই করে৷ এ সময় তার মেয়ে শরিফা বেগম মাড়াই ধান বস্তা জাত করছিল৷ শরিফা জানান বাবা ৩৩ শতক জমিতে এ ধান চাষ করতে প্রায় ৪২শ টাকার মতো খরচ করেছে৷ রোদে শুকিয়ে এ ধান বাজার জাত করলে খরচ উঠবে তবে লাভ হবে কি না এখনে বুঝা যাচ্ছে না৷ বর্তমানে সৈয়দপুরে ইরি বোরো মৌসুমে গত কয়েক বছরের চেয়ে এবার ইরি বোর ধানের বাম্পার ফলন হয়েছে৷ ফলনে কৃষকে মুখে হাঁসি থাকলেও ধানের বাজার একেবারে নিম্ন মুখী হওয়ায় ভিতরে ভিতরে ক্ষোভ প্রকাশ করছে৷

Spread the love