শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সৈয়দপুরে পল্লীশ্রীর আয়োজনে ‘বাল্য বিয়ে প্রতিরোধে আমরা সবাই’ সচেতনামূলক সোমনার

মো.জাকির হোসেন সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ॥ নীলফামারীর সৈয়দপুরে পল্লীশ্রী ইমেজ প্লাস প্রকল্পের আয়োজনে বাল্য বিয়ে প্রতিরোধে আমরা সবাই শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বোতলাগাড়ি ইউনিয়ন পরিষদপ্রাঙ্গণে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে ওই সেমিনারটি অনুষ্ঠিত হয় গত ২৮ নভেম্বর।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র সহকারি জজ উৎপল ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আজহারুল ইসলাম, নীলফামারী পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আফরোজা বেগম, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম গোলাম কিবরিয়া, টিডিএইচ নেদারল্যান্স এর কান্ট্রি ডিরেক্টর মাহমুদুল কবির, পল্লীশ্রীর নির্বাহী পরিচালক শামীম আরা বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, বোতলাগাড়ি ইউপি চেয়ারম্যান আল হেলাল চৌধুরী প্রমুখ।
রেড অরেন্স মিডিয়া অ্যান্ড কমিউনিকিশনের প্রতিনিধিবর্গের অংশগ্রহণে সেমিনারের বাল্য বিবাহ প্রতিরোধে সকল স্তরে সবাইকে সচেতন হয়ে কাজ করার আহবান জানানো হয় এবং বাল্য বিয়েকে না বলতে উপস্থিত সকলেই হাত তুলে প্রতিশ্রুতি দেন। পল্লীশ্রী ইমেজ প্লাস প্রকল্পের কাজ প্রশংসা করেন অনুষ্ঠানের অতিথিরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন টিডিএইচ নেদারল্যান্স এর ইমেজ প্রকল্পের পরিচালক ফারহানা জেসমিন হাসান ও জেলা সমন্বয়কারী মতিয়া বেগম মুক্তি।

Spread the love