বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সৈয়দপুরে পিতার অভিযোগে মাদকাসক্ত পুত্রের কারাদন্ড

মোঃ জাকির হোসেন, সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা ॥ নীলফামারীর সৈয়দপুরে বুধবার(১৭ জুলাই) দুপুরে পিতার অভিযোগের প্রেক্ষিতে মাদকাসক্ত পুত্রকে ১ বছর বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এ আদেশ দেন সৈয়দপুর সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার।

পারিবারিক সূত্রে জানা যায়, শহরের মুন্সি পাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল্লাহ আল মামুন (১৯) দীর্ঘদিন থেকে মাদকসেবনের সাথে জড়িত। তার পরিবার তাকে এপথ থেকে ফেরাতে বারবার চেষ্টা করেছে। কিন্তু কোন সংশোধন হয়নি। পরিবারের জিনিসপত্র নষ্ট থেকে শুরু করে লোকজনকে নেশার টাকার জন্য মারধর পর্যন্ত করতে থাকে।

বুধবার সকালে পিতা আব্দুর রাজ্জাক উপজেলা সহকারী কমিশনার ভুমি পরিমল কুমার সরকারের কাছে অভিযোগ করে। সহকারী কমিশনার ভুমি থানা পুলিশের সহায়তায় মাদকাশক্ত যুবককে আটক করে এক বছর বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন।

Spread the love