শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সৈয়দপুরে রেলওয়ের সাউথ কেবিনে আগুন

মো: জাকির হোসেন,সৈয়দপুর(নীলফামারী) প্রতিনিধি॥ নীলফামারীর সৈয়দপুরে বৃহস্পতিবার (০১ফেব্রুয়ারী) সন্ধা ৫টার দিকে টিএনটি অফিসের সামনে ২নং রেলওয়ের ঘুনটির সাউথ কেবিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। স্থানীয় ফায়ার সার্ভিসের সহায়তার ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আসে।
সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সিনিয়র অফিসার মাহমুদুল হাসান জানান, বিকেল ৫টার দিকে আগুল লাগার খবর পেয়ে ২টি ইউনিট ঘন্টা খানেক প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এতে কেবিনের ভেতরে থাকা যন্তপাতি পুড়ে গেছে। ধারনা করা হচেছ মাদকসেবীদের দারাই এই আগুন লাগার ঘটনা ঘটেছে। তদন্ত সাপেক্ষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
স্থানায়ীয়রা জানান, রেলওয়ে কর্তৃপক্ষ অবৈধভাবে ফল ব্যবসায়ী মিস্টার নামক ব্যক্তিকে ভাড়ায় দিয়েছেন। তার সহায়তায় নিঘি¦নে এখানে মাদকের আখড়া বসছে।
এটির দেখভালের দায়িত্বে থাকা স্টেশন মাস্টারের সহকারী এম এস মোশাররফ হোসেন জানান, এটি আমাদের অভ্যন্তরিন ব্যাপার।
এব্যাপারে সহাকারী স্টেশন মাস্টার আলমগীর হোসেনের কোন বক্তব্য পাওয়া যায়নি।

Spread the love