শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সৈয়দপুর উপজেলা ফুটবল টুর্ণামেন্টে ফুটবল একাডেমী চ্যাম্পিয়ন

মোঃ জাকির হোসেন, নীলফামারী জেলা প্রতিনিধি : জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সমাপ্তি হলো সৈয়দপুর উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সৈয়দপুর স্টেডিয়ামের ফুটবল টূর্ণামেন্টের৷ এ টূর্ণামেন্টে গত মঙ্গলবার বিকেলে ফাইনাল খেলায় সৈয়দপুর ফুটবল একাডেমী ২১ গোলের ব্যবধানে পারমা স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে৷ এ ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোঃ মুসা জঙ্গী৷ এছাড়াও প্রধান অতিথি হিসেবে নীলফামারী জেলা প্রশাসক মোঃ জাকির হোসেন, মোঃ জোবায়দুর রহমান এসপি নীলফামারী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ান ও রানার্স আপ দল এবং ম্যাচ সেরা খেলোয়াড় ও সেরা গোলদাতাকে মেডেল, ট্রফি ও নগদ চেক প্রদান করেন৷ এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান জাওয়াদুল হক সরকার, এএসপি (সার্কেল) সাজেদুর রহমান, সৈয়দপুর ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হকসহ টূর্ণামেন্ট পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ৷

সৈয়দপুরের পারমা স্পোর্টিং ক্লাব ও ফুটবল একাডেমী, রংপুর একাদশ, দিনাজপুর মোহামেডান, বাংলা হিলি, গোবিন্দগঞ্জ ও জয়পুরহাট ফুটবল একাদশকে নিয়ে গত ২৭ মার্চ সৈয়দপুর স্টেডিয়ামে নক আউট পদ্ধতিতে এ টূর্ণামেন্ট শুরহয়৷ প্রথম রাউন্ডে রংপুরকে ৩০ গোলে এবং সেমি ফাইনালে বাংলা হিলিকে একই ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠে সৈয়দপুরের ওয়াপদা পাড়ার ফুটবল একাডেমী দলটি৷ অপর ফাইনালিষ্ট পারমা স্পোর্টিং ক্লাব প্রথম রাউন্ডে নীলফামারী জেলা দলকে ৩০ গোলে এবং সেমি ফাইনালেও একই ব্যবধানে দিনাজপুর মোহামেডানকে হারিয়ে সৈয়দপুরের ফুটবল একাডেমীর মুখোমুখি হয়৷ এ খেলায় সেরা খেলোয়াড় ফুটবল একাডেমীর মোরশেদুল, পারমা স্পোর্টিং ক্লাবের মাসুদ রানাকে সেরা গোলদাতা হিসেবে পুরস্কৃত করা হয়৷ এছাড়া চ্যাম্পিয়ান দলকে নগদ ১২ হাজার টাকার চেক, মেডেল, ট্রফি ও রানার্স আপ দলকে ৮ হাজার টাকার চেক, মেডেল ও ট্রফি প্রদান করা হয়৷   

 

Spread the love