বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সৈয়দপুর পৌরসভা র্কমর্কতা কর্মচারীদের কর্মবিরতী

মো:জাকির হোসেন সৈযদপুর(নীলফামারী)সংবাদদাতা :সারাদেশের ন্যায় নীলফামারীর সৈয়দপুর পৌরসভার র্কমকর্তা র্কমচারীর সার্ভিস এসোসিয়েশন বেতন ভাতা ও পেনশনসহ সকল সুযোগ সুবিধা সরকারী কোষাগার থেকে পাওয়ার দাবীতে তিন দিনের পূর্ণ কর্মবিরতী পালন করছেন। সোমবার (২৯জানুয়ারী) সকাল ৯ টা থেকে শুরু করে এ কর্মবিরতী ৩০ জানুয়ারী পযর্ন্ত চলবে। সৈয়দপুর পৌরসভা সামনে পৌরসভার সার্ভিস এসোসিয়েনের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক সুজন শাহ র নেতৃত্বে কর্মবিরতী পালন সভায় বক্তব্য রাখেন সভাপতি আবু তাহের ,জেলা কমিটির সভাপতি উপ প্রকৌশলী আব্দুল খালেক, বিভাগীয় কমিটির সদস্য শাহাদৎ হোসেন ্ এ সময় আরো উপস্থিত ছিলেন, সৈয়দপুর পৌর কাউন্সিলর জিয়াউল হক জিয়া ,আব্দুল খালেক সাবু,এরশাদ হোসেন পাপ্পু সকল কাউন্সিলর বৃন্দ । পৌর র্কমকর্তা কর্মচারীর এসোসিয়শনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক সুজন শাহ বলেন,আমরা তিন দিনের পূর্ণ কর্মবিরতী পালন করেছি । এ কর্মবিরতী চলাকালে পৌরসভার পানি ব্যাতিত সকল সেবা বন্ধ করে দিয়েছি । তারা আর ও বলেন তাদের দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন । কর্মবিরতীর কারণে পৌর সেবা থেকে বঞ্চিত হয়েছে হাজার হাজার নাগরিক এবং চরম দুভোগে পড়েছে ।

Spread the love