শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতাল ডাক্তার সঙ্কটঃ চাহিদামতো ওষুধও নেই

মোঃ জাকির হোসেন, সৈয়দপুর প্রতিনিধি : ১৯৬২ সালে নীলফামারীর সৈয়দপুরে প্রতিষ্ঠিত ৫০ শয্যার হাসপাতালটি ১শ’ শয্যায় উন্নীত করা হলেও চিকিত্সা সেবার মান বাড়েনি৷ এখানে নেই প্রয়োজনীয় চিকিত্সক, রোগিরা পাচ্ছেন না চাহিদামতো ওষুধ৷ এ হাসপাতালে উপজেলাসহ পার্শ্ববর্তী এলাকার প্রায় ৫ লাখ মানুষের চিকিত্সা সেবার একমাত্র আশ্রয়স্থল৷ বেড প্রতি বছরে ১ লাখ টাকা মূল্যের ওষুধ বরাদ্দ থাকলেও প্রতিটি রোগীকে হাতে গুজিয়ে দেওয়া হচ্ছে পরামর্শ পত্র৷ হাসপাতালে দুর্গন্ধ, ময়লা আবর্জনার পাশাপাশি সেবা নিতে আসা রোগী ও স্বজনদের দীর্ঘশ্বাস লক্ষ্যণীয়৷

জানা যায়, সৈয়দপুর শহরের এ হাসপাতালটি কাগজে-কলমে ১০০ শয্যায় উন্নীত দেখানো হলেও দীর্ঘদিন ধরে ৫০ শয্যার অবকাঠামো নিয়েই খুড়িয়ে খুড়িয়ে চলছে৷ জনবল সংকটতো রয়েছেই৷ ১৪ জন ডাক্তারের পদ থাকলেও চিকিত্সা সেবা চলছে ৪ জন ডাক্তার দিয়ে৷ হাসপাতালে অভিজ্ঞ বা বিশেষজ্ঞ ডাক্তার যেন সোনার হরিণের মতো৷ গাইনী, মেডিসিন, সার্জারী, এ্যানেসথেসিয়া ও নাক, কান গলার অভিজ্ঞ ডাক্তার ছাড়াও নেই কোন বিশেষজ্ঞ ডাক্তার৷ যেসব ডাক্তার রয়েছে তাদের মধ্যে শুধু একজনের অভিজ্ঞতার ডিগ্রী রয়েছে৷ তিনি কর্মস্থলে সঠিক সময়ে আসলেও বাকিরা আসেন খেয়ালখুশি মত৷ হাসপাতালে রোগীদের সেবা দেয়ার চেয়ে তারা বাইরে প্রাকটিশে ব্যস্ত ৷ তাছাড়া হাসপাতালে এক্সরে মেশিন ও প্যাথলজি বিভাগ থাকলেও রোগীদের পাঠিয়ে দেওয়া হচ্ছে বাইরের প্যাথলজি সেন্টারে৷ শুধুমাত্র নিজেদের পকেট ভারি করতে তাদের রয়েছে সুকৌশল৷

১০০ শয্যার এ হাসপাতালে ইনডোরে প্রতিদিন ৪০/৫০ ও আউটডোরে আসছেন এক থেকে দেড়শ রোগী৷ কিন্ত এসব রোগীদের সরকারি বরাদ্দের ওষুধ পাওয়ার কথা থাকলেও তা মিলছে না বলে অভিযোগও রয়েছে৷ কারণ বরাদ্দকৃত ঔষধের বেশিরভাগই অন্য জায়গায় সরবরাহ হয় বলেও অভিযোগ রয়েছে৷ এই হাসপাতালের ওষুধ বেঁচে কেউ কেউ হয়েছেন কোটিপতি৷ হাসপাতালে চিকিত্সা নিতে আসা মঞ্জুয়ারা, নাসিমা ও বেবীসহ বেশ ক’জন রোগী জানান, ডাক্তারী সেবার পাশাপাশি তেমন কোন ওষুধ পাছেন না তারা৷ ১০০ শয্যা এ হাসপাতালটিতে কার্যক্রম রয়েছে সেই ৫০ শয্যা হাসপাতালের মতই৷

এ প্রসঙ্গে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আব্দুর রহিম জানান, হাসপাতালে ডাক্তারের সঙ্কট রয়েছে৷ বিষয়টি কর্তৃপক্ষকে প্রতিমাসে জানানো হয়েছে৷ রোগীদের সাধ্যমত চিকিত্সা সেবা ও ওষুধপত্র প্রদান করা হচ্ছে৷ নতুন অবকাঠামো নির্মাণের কাজ চলছে৷ এটির শেষ হলে আরও অনেক রোগীর সেবা দেয়া সম্ভব হবে বলে জানান তিনি৷

এ ব্যাপারে কথা হয় বর্তমান বিরোধী দলীয় হুইপ আললহাজ্ব শওকত চৌধুরী এমপি’র সা৷ে তিনি বলেন, বর্তমান সরকার জনগণের স্বার্থে আন্তরিকভাবে কাজ করে চলেছেন৷ অবকাঠামো নির্মাণ চলছে খুব অল্পদিনের মধ্যেই এ হাসপাতালের সকল দুর্নীতি ও অনিয়ম বন্ধ হয়ে রোগীদের শতভাগ সেবা দেওয়া হবে বলে জানান তিনি৷

Spread the love