শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন-২০১৮ অনুষ্ঠিত

আব্দুল লতিফ , খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামা উপজেলার খানসামা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৭ জানুয়ারী ২০১৮ ইং তারিখে অনুষ্ঠিত হয়ে গেল উদাহারন স্বরুপ গণতন্ত্রের সুতিকাগার ছোট শিশুদের স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন । এতে করে নির্বাচন কি, ভোট প্রদান কি, নির্বাচনের প্রার্থী কি, গণতন্ত্র কি এসব জানা গেল উক্ত স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন থেকে। কমল মতি শিশুদের আনন্দ মূখর পরিবেশে একে একে সকলেই ভোট প্রদান করলে তাদের অনুভূতিও কম ছিলো না । তারা ভোট দিতে পেরে ভিষন খুশি । প্রতি শ্রেণিতে কয়েকজন করে প্রতিনিধি প্রার্থী হিসেবে নমিনেশন নিয়েছে । তাদেরকে প্রতিনিধি হিসেবে বেছে নিতে প্রত্যেক শ্রেণির ছাত্র/ছাত্রীরা একজনকে ভোট প্রদান করে নিবার্চিত করেছে । যে প্রার্থী নির্বাচিত হয়েছে সে ক্লাস ক্যাপটিন বা স্টুটেন্ড প্রতিনিতি হবে। সে ক্লাসের সার্বিক দ্বায়িত্ব , শ্রেণি কক্ষের শৃংখলা, শিক্ষককে সহোযোগিতা করবে । সম্পূর্ণ নির্বাচনটি অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম বুলবুল এর পরিচালনায় এবং অন্যান্য শিক্ষদের সার্বিক সহোযোগিতায় ছাত্র ও শিক্ষকদের দিনটি ভালই কেটেছে ।

Spread the love