শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

স্থায়ী নিয়োগের দাবিতে বড়পুকুরিয়া কয়লা খনিতে শ্রমিকদের মানববন্ধন

Barapukuria coal mineদিনাজপুর প্রতিনিধি: স্থায়ী নিয়োগের দাবিতে দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকেরা আজ রোববার  দুপুরে মানববন্ধন করেছে। দুপুর ১২টায় দিকে খনির আবাসিক গেটে কয়েকশত শ্রমিক এতে আংশ নেয়। মানববন্ধননে বক্তব্য রাখেন, বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি ওয়াজেদ আলী, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাবেক সভাপতি রবিউল ইসলাম, শ্রমিক নেতা আনোয়ার হোসেন, লিটন হোসেন, দেলোয়ার হোসেন, জাকির হোসেন, জাকারিয়া আহম্মেদ, আশরাফুল আলম, মেহেদুল ইসলাম, মোকাদ্দেস প্রমুখ। এসময় শ্রমিক নেতা ওয়াজেদ আলী বলেন, শ্রমিকরা অক্লান্ত পরিশ্রম করে কয়লা খনিকে লাভজনক প্রতিষ্ঠানে পরিনত করেছে। অথচ খনি কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে শ্রমিকদের দাবী মেনে নেয়ার প্রতিশ্রুতি দিয়েও তা বাস্তবায়ন করছে না। বর্তমানে শ্রমিকদের একটাই দাবি অবিলম্বে স্থায়ী নিয়োগ।

বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক(এমডি)আমিনুজ্জামান বলেন- আন্দোলনরত শ্রমিকরা খনির  উৎপাদন, রক্ষানাবেক্ষন ও পরিচালনার দায়িত্বপ্রাপ্ত চীনা ঠিকাদারী প্রতিষ্টান সিএমসি-এক্সএমসি কনসোর্টিয়াম এর নিয়োগপ্রাপ্ত কর্মচারী। শ্রমিকদের  দাবীর প্রতি আমাদের সহায়নুভুতি রয়েছে। তবে বাসত্মবে করার কিছু নেই। তার কারণ খনিতে যত নিয়োগেই হউক তা সরকারি বিধি বিধান মেনেই করতে হয়।

উল্লেখ্য, বর্তমানে বড়পুকুরিয়া কয়লা খনিতে ১ হাজার ২৪ জন দেশীয় শ্রমিক চীনা ঠিকাদারী প্রতিষ্টান সিএমসি-এক্সএমসি কনসোর্টিয়াম এর অধিনে কাজ করছে।

Spread the love